IND vs BAN: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদল! পাল্টে যাবে একাদশ? মহাচমক দেবেন গম্ভীর!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh 2nd Test: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৮০ রানের বিশাল ব্যবধানে চেন্নাইয়েত টাইগারদের হারিয়েছে ভারতীয় দল। এবার ভারতের সামনে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সুযোগ।
advertisement
1/8

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৮০ রানের বিশাল ব্যবধানে চেন্নাইয়েত টাইগারদের হারিয়েছে ভারতীয় দল। এবার ভারতের সামনে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সুযোগ।(Photo Courtesy- BCCI X)
advertisement
2/8
চেন্নাই টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টের ১৬ জনের স্কোয়াডে কোনও পরিবর্তন না করে একই দল দ্বিতীয় ম্যাচেও রেখেছে বিসিসিআই।
advertisement
3/8
এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।
advertisement
4/8
ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। তার সবথেকে বড় কারণ হল চেন্নাই ও কানপুরের পিচ। (Photo Courtesy- AP)
advertisement
5/8
চেন্নাইতে ছিল লাল মাটির পিচ, সঙ্গে ঘাসের আভা। যেখানে পেসারদের জন্য সুবিধা ছিল। বিশেষ করে নতুন বলে পেসাররা ভাল সুবিধা পেয়েছে। কিন্তু কানপুরের উইকেট সম্পূর্ণ ভিন্ন। কারণ কানপুরে কালো মাটির পিচ। (Photo Courtesy- AP)
advertisement
6/8
চেন্নাইতে পাস করেছে ভারতের ব্যাটিং ও বোলিং লাইন। শুধু রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে রান আসেনি। কিন্তু কানপুরের উইকেটের কথা বিচার করে প্রথম একাদশের দলে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।(Photo Courtesy- AP)
advertisement
7/8
কানপুরেরর কালো মাটির উইকেটে স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারে। সেই কারমে ২ পেসার ৩ স্পিনার নামাতে পারে ভারত। একের পর এক টেস্ট সিরিজের কথা বিচার করে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। আকাশ দীপ ও সিরাজ থাকতে পারেন দলে। আর অশ্বিন-জাদেজার সঙ্গী হতে পারেন কুলদীপ যাদব।
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।