IND vs AUS: চতুর্থ টেস্টের আগে কোহলির নামে আইনি নোটিস! সমস্যায় জেরবার বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS: ২৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ও বক্সিং ডে টেস্ট। তার আগে নয়া সমস্যায় বিরাট কোহলি। আইনি নোটিস পেলেন তারকা ব্যাটার।
advertisement
1/5

২৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ও বক্সিং ডে টেস্ট। তার আগে নয়া সমস্যায় বিরাট কোহলি। আইনি নোটিস পেলেন তারকা ব্যাটার।
advertisement
2/5
এমনিতেই পারথ টেস্টে সেঞ্চুরির পর ব্যাটে রান নেই বিরাট কোহলির। এবার মেলবোর্ন চতুর্থ টেস্ট খেলতে নামার আগে আইনি নোটিস আরও কিছুটা চাপ বাড়াল কোহলির।
advertisement
3/5
আসলে বিরাট কোহলির বেঙ্গালুরুতে স্টেডিয়ামের নিকটেই একটি পানশালা ও রেঁস্তোরা রয়েছে। এবাপ সেই পানশালার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সেই কারণেই নোটিস।
advertisement
4/5
অভিযোগ, দমকল বিভাগ থেকে নো-অবজেকশন শংসাপত্র নেয়নি সেই পানশালা। সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। কোনও দুর্ঘটনা ঘটলে দায় কার? এই বিষয়ে অভিযোগ করেন এক সমাজকর্মী।
advertisement
5/5
খতিয়ে দেখে বেঙ্গালুরুর স্থানীয় প্রশাসন দেখেছে বিষয়টি সত্যি। তাই সেই পানশালার মালিকদের বিরুদ্ধে পাঠানো হয়েছে আইনি নোটিস। তাতে নাম রয়েছে বিরাট কোহলিরও। কোহলির সংস্থা কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।