IND vs AUS: অশ্বিনের পর অবসর রোহিতের! ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই ভবিষ্যদ্বাণী ভারতীয় তারকার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS Rohit Sharma may retire or step down for captaincy: অশ্বিনের পর কি ভারতীয় ক্রিকেটে আরও এক মহাতারকার বিদায়ের পালা? শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
1/6

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন। অশ্বিনের পর কি ভারতীয় ক্রিকেটে আরও এক মহাতারকার বিদায়ের পালা? শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
2/6
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল আশানরুপ না হলে পরই অধিনায়কত্ব ছাড়তে পারেন ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এমনটাই মনে করেন ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাসকর।
advertisement
3/6
টেস্ট ক্রিকেটে শেষ ১২ ইনিংসে একবার ৫০ রানের বেশি করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে লাল বলের ক্রিকেটে একেবারেই নিজের চেনা ফর্মে নেই। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াই ওয়াশ ও অজিদের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে হার ও ড্র।
advertisement
4/6
ব্রিসবেন টেস্টে বৃষ্টি না হলে ড্র করাও মুশকিল ছিল ভারতের। আর শেষ দুটি টেস্ট জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও ছিটকে যাবে ভারতীয় দল। ফলে সব দিক থেকে চাপ বাড়ছে রোহিতের উপর।
advertisement
5/6
সুনীল গাভাসকর এই প্রসঙ্গে বলেছেন,"রোহিত আগামী দুটো ম্যাচ খেলার সুযোগ পাবে তাতে কোনও সংশয় নেই। তবে এই দুই ম্যাচের পরও যদি ও রান না পায়, তাহলে আমার মনে হয় রোহিত অধিনায়কত্ব ছেড়ে দেবে ও নিজেই কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে।"
advertisement
6/6
এছাড়াও সুনীল গাভাসকর বলেছেন,"রোহিত খুব বুদ্ধিমান ক্রিকেটার। ওর নিজস্ব বিবেচনা আছে। ও কোনওভাবেই দলের উপর বোঝা হতে চাইবে না। ও এমন একজন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের কথা ভাবে।"