IND vs AUS: পন্থকে নিয়ে বিরক্ত রোহিত বলে দিলেন বড় কথা! সিডনি টেস্টে বাদ? কঠিন সিদ্ধান্ত নেবে টিম ইন্ডিয়া!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS Rohit Sharma Criticizes Rishabh Pant Batting: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হারের পর আতস কাঁচের নীচে ভারতীয় দলের একাধিক তারকার পারফরম্যান্স। সেই তালিকায় অন্যতম নাম হল টিম ইন্ডিয়ার উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ। যাকে নিয়ে বিরক্ত অধিনায়ক থেকে টিম ম্যানেজমেন্ট।
advertisement
1/6

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হারের পর আতস কাঁচের নীচে ভারতীয় দলের একাধিক তারকার পারফরম্যান্স। সেই তালিকায় অন্যতম নাম হল টিম ইন্ডিয়ার উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ। যাকে নিয়ে বিরক্ত অধিনায়ক থেকে টিম ম্যানেজমেন্ট।
advertisement
2/6
ঋষভ পন্থ যেভাবে বারবার সেট হয়ে গিয়েও নিজের উইকেট প্রতিপক্ষকে উপহার দিয়ে আসছেন তা ভাল চোখে দেখছেন না অনেকেই। আগ্রাসী ক্রিকেট ভাল, কিন্তু পন্থ যেভাবে আউট হচ্ছেন তাতে তার টেস্ট খেলার মানসীকতা ও দলের প্রয়োজনে ব্যাট করার দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
3/6
মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে পুল মারতে গিয়ে আউট হওয়ার পর পন্থের তীব্র সমালোচনা করেছিলেন সুনীল গাওস্কর। তাঁকে ‘স্টুপিড’ বলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও সেই একই কাজ করে পুল মারতে গিয়ে আউট হন পন্থ।
advertisement
4/6
ম্যাচের পর রোহিত শর্মাও বিরক্তি প্রকাশ করেন ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে। বলেন,"ওর নিজেরই বোঝা উচিত কোন পরিস্থিতিতে কী করা দরকার। কোনটা ঠিক, কোনটা ভুল। সবসময় ঝুঁকি নেওয়া সঠিক নয়। পন্থকে বুঝতে হবে ওর কাছ থেকে কী চাওয়া হচ্ছে।"
advertisement
5/6
এছাড়াও রোহিত শর্মা বলেন,"সমস্যাটা পন্থকেই বুঝতে হবে। ম্যাচের পরিস্থিতি বুঝতে হবে। কখন কতটা ঝুঁকি নেওয়া যায় বা উচিত, তা-ও বুঝতে হবে। এমন কিছু করা ঠিক নয়, যা প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দিতে পারে।"
advertisement
6/6
তবে পন্থকে ইতিমধ্যেই দল থেকে বসানোর পক্ষেও সওয়াল করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে খেলানোর পরামর্শ দিয়েছেন। এখন দেখার সিডনি টেস্টে পন্থকে নিয়ে ভারতীয় দল কোনও কঠিন সিদ্ধান্ত নেয় কিনা।