Virat Kohli: ১৩ বছরে প্রথম বার! কোহলির বিষয়ে এই তথ্য অনেকেই জানেন না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন বিরাট কোহলি। কিন্তু কামব্যাক খুব একটা স্মরণীয় করে রাখতে পারলেন না বিরাট। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফেরেন বিরাট।
advertisement
1/5

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছেন বিরাট কোহলি। কিন্তু কামব্যাক খুব একটা স্মরণীয় করে রাখতে পারলেন না বিরাট। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফেরেন বিরাট।
advertisement
2/5
৮ বল খেলে কোনো রান না করেই তিনি মিচেল স্টার্কের বলে কুপার কনোলির দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে কোহলির ব্যাটিং দেখতে বিপুল সংখ্যক ভক্ত মাঠে জড়ো হলেও তাদের হতাশ হতে হয়।
advertisement
3/5
এই ইনিংসটি কোহলির জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত, কারণ এটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে তার ৩০তম ওয়ানডে ইনিংস। এই প্রথমবার তিনি শূন্য রানে আউট হন। এর আগে তিনি কখনো অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে তিনি খাতা না খুলে সাজঘরে ফেরেননি।
advertisement
4/5
ভারতের হয়ে এটি ছিল কোহলির ৫৫১তম আন্তর্জাতিক ম্যাচ এবং এটি তার ৩৯তম শূন্যরান। এই তালিকায় তিনি তৃতীয় স্থানে আছেন। তার চেয়ে বেশি ডাক রয়েছে কেবল জাহির খান (৪৪) এবং ইশান্ত শর্মার (৪০)-এর।
advertisement
5/5
অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির অতীত পারফরম্যান্স বরাবরই ছিল প্রশংসনীয়। তিনি এই দেশে একাধিক সেঞ্চুরি ও ফিফটি করেছেন। এবার ব্যর্থতা দিয়ে শুরু হলেও, আগামী ২ ম্যাচে কোহলিকে চেনা ফর্মে দেখার অপেক্ষায় ফ্যানেরা।