IND vs AUS: বাদ গেলেন মহাতারকা, হয়ে গেল সিডনি টেস্টের প্রথম একাদশ ঘোষণা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 5th Test: বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের ফল ২-১। লিড নিয়েও সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে ৩ জানুয়ারি থেকে নিউ ইয়ার টেস্টে সিডনিতে মুখোমুখি হবে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের দল।
advertisement
1/6

বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের ফল ২-১। লিড নিয়েও সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে ৩ জানুয়ারি থেকে নিউ ইয়ার টেস্টে সিডনিতে মুখোমুখি হবে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের দল।
advertisement
2/6
শুধু সিরিজ বাঁচানোর জন্য নয়, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার শেষ আশা টুকু বাঁচিয়ে রাখতে এই টেস্ট জিততেই হবে ভারতকে। অপরদিকে, সিডনিতে ভারতকে হারাতে পারলেই সিরিজ জয় ও টেস্ট বিশ্বকাপের ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে ব্যাগি গ্রিনদের।
advertisement
3/6
মেলবোর্ন টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া দল। ম্যাচের একদিন আগেই দল ঘোষণা করে দিল ব্যাগি গ্রিনরা। এমনকী উইনিং কম্বিনেশন ভাঙতেও দুবার ভাবছে না অজিরা। সিডনিতে অভিষেক হচ্ছে আরও এক অস্ট্রেলিয়ান প্লেয়ারের।
advertisement
4/6
সিডনি টেস্ট থেকে বাদ গেছেন দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। দীর্ঘ দিন ধরেই তাঁর অফ ফর্ম যাচ্ছে। সেই জায়গায় দলে সুযোগ পেয়েছেন ৩১ বছর বয়সী অল-রাউন্ডার বিউ ওয়েবস্টার। ওয়েবস্টার ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস ও অফ স্পিন বল করতে পারেন।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
advertisement
6/6
অপরদিকে ভারত ম্যাচের দিনই তাদের প্রথম একাদশ ঘোষণা করবে। তবে ভারতীয় দলেও পরিবর্তন হতে পারে। দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ।