IND vs AUS: কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে তারপর যা ঘটল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 5th Test: অস্ট্রেলীয়দের তাদের মাঠেই তাদের ভাষায় জবাব দেওয়া যায় তা দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার সাফল্যও পেয়েছিল দল। এবার সিডনিতে খানিক সৌরভ হতে দেখা গেল অধিনায়ক জসপ্রীত বুমরাহকে।
advertisement
1/6

অস্ট্রেলীয়দের তাদের মাঠেই তাদের ভাষায় জবাব দেওয়া যায় তা দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার সাফল্যও পেয়েছিল দল। এবার সিডনিতে খানিক সৌরভ হতে দেখা গেল অধিনায়ক জসপ্রীত বুমরাহকে। (Photo Courtesy- AP)
advertisement
2/6
সিডনিতে প্রথম ইনিংসে ১৮৫ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। ডু অর ডাই ম্যাচে প্রতিপক্ষকে জবাব দিতে আগ্রাসনকেই বেছে নিলেন রোহিত শর্মার পরিবর্তে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরাহকে। (Photo Courtesy- AP)
advertisement
3/6
দিনের শেষ বলের জন্য বুমরাহ দৌড় শুরু করলেও উসমান খোয়াজা প্রস্তুত না থাকায় আটকে দেন আম্পায়ার। বুমরাহ কিছুটা বিরক্ত হলেও নন স্ট্রাইকিং এন্ডে থাকা স্যাম কনস্টাস কিছু একটা বলেন। বুমরাহ তা শুনে কিছু উত্তেজিত হলেও নিজেকে সামলে নিয়ে শেষ ডেলিভারি করেন। (Photo Courtesy- AP)
advertisement
4/6
আর শেষ বলেই কামাল করেন বুমরাহ। উসমান খোয়াজাকে আউট করেই স্যাম কনস্টাসের দিকে তেড়ে যান বুমরাহ। কনস্টাসের দিকে আগ্রাসী মেজাজে ছুটে আসেন বিরাট কোহলিও। ততক্ষণে কনস্টাস বুঝে গিয়েছেন ভুল জায়গায় পাঙ্গা নিয়েছেন তিনি। (Photo Courtesy- AP)
advertisement
5/6
বুমরাহ নিজেকে সামলে নিলেও আগ্রাসন দেখান কোহলি ও প্রসিদ্ধ কৃষ্ণা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় আম্পায়ারকে। অপরদিকে, কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর এসেও পরিস্থিতি সামাল দেন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
তবে প্রথম দিনের শেষে যে উত্তেজনা দেখা গিয়েছে সিডনিতে তাতে টেস্টের আগামী দিনগুলিতে উত্তাপ আরও বাড়বে তা বলাই যায়। দ্বিতীয় দিন কনস্টাস-বুমরাহ দ্বৈরথ দেখার অপেক্ষায় ফ্যানেরা। (Photo Courtesy- AP)