IND vs AUS: সিডনিতে ভারতীয় পেসারদের দাপট! ১৮১ রানেই গুটিয়ে গেল অস্ট্রলিয়ার প্রথম ইনিংস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 5th Test: জমজমাট ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। পারথে প্রথম টেস্টের পর সিডিনিতে শেষ টেস্টে দাপট দেখাচ্ছে ভারত। ব্যাটাররা ব্যর্থ হলেও বোলারদের দাপটে সিডনিতে প্রথম ইনিংসে লিড পেল টিম ইন্ডিয়া।
advertisement
1/6

জমজমাট ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। পারথে প্রথম টেস্টের পর সিডিনিতে শেষ টেস্টে দাপট দেখাচ্ছে ভারত। ব্যাটাররা ব্যর্থ হলেও বোলারদের দাপটে সিডনিতে প্রথম ইনিংসে লিড পেল টিম ইন্ডিয়া।
advertisement
2/6
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও বড় স্কোর করতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম দিনেই মাত্র ১৮৫ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন ঋষভ পন্থ।
advertisement
3/6
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৯ রানে ১ উইকেট। সিডনির উইকেটে যে অতিরিক্ত বাউন্স রয়েছে তা প্রথম দিনই বোঝা গিয়েছিল। দ্বিতীয় দিনে অজিদের পাতা ফাঁদেই তাদেরই কুপকাত করল ভারতীয় পেসাররা।
advertisement
4/6
দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্যাগি গ্রিনরা। ব্রিউ ওয়েবস্টার ৫৭ রানের ইনিংস ও স্টিভ স্মিথ ৩৩ রানের ইনিংস না খেললে আর বেশি লিড পেতে পারত ভারতীয় দল।
advertisement
5/6
এদিন জসপ্রীত বুমরাহের একক দক্ষতায় নয়, ভারতীয় পেস অ্যাটাকারে দলগত আগুনে বোলিংয়েই দাঁড়াতে পারেনি অজি ব্যাটাররা। ভারতের ১৮৫ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস শেষ হয় ১৮১ রানে।
advertisement
6/6
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও নীতিশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে লিড মাত্র ৪ রানের হলেও আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেল টিম ইন্ডিয়া।