IND vs AUS: কোহলির সামনে ফের সচিনের বড় রেকর্ড ভাঙার সুযোগ! মেলবোর্নে হবে নতুন ইতিাস? অপেক্ষায় ফ্যানেরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 4th Test Virat Kohli Chance To Break Another Big Record Of Sachin Tendulkar: মেলবোর্ন টেস্টে সকলের নজর বিরাট কোহলির উপর। এই মাঠ পয়া বিরাটের কাছে। এই ম্যাচে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ কোহলির কাছে।
advertisement
1/5

২৬ তারিখ থেকে মেলবোর্নে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। বক্সিং ডে টেস্ট ঘিরে চড়তে শুরু করেছে পারদ।
advertisement
2/5
মেলবোর্ন টেস্টে সকলের নজর বিরাট কোহলির উপর। এই মাঠ পয়া বিরাটের কাছে। এই ম্যাচে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ কোহলির কাছে।
advertisement
3/5
মেলবোর্ন সচিন তেন্ডুলকরের কাছেও খুব লাকি মাঠ ছিল। এখানে পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড় ও ৫৮.৬৯ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেছেন সচিন। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
advertisement
4/5
মেলবোর্নে বিরাট কোহলির বর্তনানে সংগ্রহ ৫২.৬৬ গড়ে ৩১৬ রান। ফলে এমসিজিতে যি কোহলি ১৩৪ রান করতে পারেন তাহলে সচিনের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি।
advertisement
5/5
প্রসঙ্গত, পারথ টেস্টে সেঞ্চুরি করার পর শেষ দুটি টেস্টে ব্যাটে রান পাননি বিরাট কোহলি। এমসিজিতে কোহলির ব্যাটে ফের এক বিরাট ইনিংস দেখার অপেক্ষায় ফ্য়ানেরা।