IND vs AUS: অশ্বিনের বদলি পেয়ে গেল ভারত, অজিদের ভেলকি দেখাতে মেলবোর্নেই দলে নতুন অস্ত্র!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 4th Test Team India Get Ravichandran Ashwin Replacement: অশ্বিনের অবসরের পরই প্রশ্ন উঠতে শুরু করেছিল ভারতীয় দলে কে হবেন তারকা স্পিনারের বদলি। দিন কয়েকের মধ্যেই মিলল উত্তর। রবিচন্দ্রন অশ্বিনের বদলি পেয়ে গেল ভারতীয় দল।
advertisement
1/5

ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর সিকিজেক তৃতীয় টেস্টের পরই অবসর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘোষণার পর দিনই দেশে ফিরে আসেন সদ্য প্রাক্তন তারাক স্পিনার।
advertisement
2/5
অশ্বিনের অবসরের পরই প্রশ্ন উঠতে শুরু করেছিল ভারতীয় দলে কে হবেন তারকা স্পিনারের বদলি। দিন কয়েকের মধ্যেই মিলল উত্তর। রবিচন্দ্রন অশ্বিনের বদলি পেয়ে গেল ভারতীয় দল।
advertisement
3/5
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন মুম্বইয়ের ক্রিকেটার তনুশ কোটিয়ান। অশ্বিনের মতই তিনিও অফ স্পিনার। তাঁকেই বেছেছেন ভারতীয় নির্বাচকরা।
advertisement
4/5
ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন তনুশ কোটিয়ান। অফ স্পিনের পাশাপাশি ব্যাটের হাতও ভাল তার। সম্প্রতি ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরেও গিয়েছিলেন তিনি। ভারতীয় দলে সুযোগ পেয়ে খুশি তরুণ স্পিনার।
advertisement
5/5
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলেছেন কোটিয়ান। ১৫২৫ রান করেছেন। নিয়েছেন ১০১টি উইকেট। গতবার মুম্বইয়ের রঞ্জি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রতিযোগিতার সেরা প্লেয়ারও হয়েছেন। এখন দেখার তিনি আগামীর অশ্বিন হয়ে উঠতে পারেন তিনি।