IND vs AUS: চতুর্থ টেস্টে খেলবেন না রোহিত-রাহুল? দুই তারকার চোট নিয়ে বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 4th Test Major Update On Indian Team Captain Rohit Sharma And KL Rahul Injury: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছিল দুই তারকা ব্যাটারের চোট। অনুশীলনে চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও ইনফর্ম কেএল রাহুল।
advertisement
1/5

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছিল দুই তারকা ব্যাটারের চোট। অনুশীলনে চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও ইনফর্ম কেএল রাহুল।
advertisement
2/5
অনুশীলনের কব্জিতে চোট পেয়েছিলেন রাহুল। একটু বল লাফিয়ে উঠে হাতে লেগেছিল তারকা ব্যাটারের। নেট থেকে বেরিয়ে ফিজিওর কাছে চিকিৎসা নিতে দেখা গিয়েছিল রাহুলকে।
advertisement
3/5
অন্যদিকে, থ্রো ডাউনে ব্যাটিং করার সময় একটি বল লাগে রোহিত শর্মার হাঁটুতে। তারপর নেটের বাইরে হাঁটুতে আইসব্য়াগ বেঁধে বসে থাকতে দেখা গিয়েছিল ভারত অধিনায়ককে।
advertisement
4/5
এরপরই জল্পনা তৈরি হয়েছিল চতুর্থ টেস্টে কী খেলতে পারবেন দলের দুই তারকা। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে চোট নিয়ে আপডেট দিলেন ভারত অধিনায়ক। সাফ করে দিলেন তিনি খেলবেন কিনা।
advertisement
5/5
রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, "তাঁর হাঁটু পুরোপুরি সুস্থ রয়েছে। কোনও সমস্যা নেই।" ফলে মেলবোর্নে রোহিতের খেলা নিয়ে কোনও সংশয় নেই। চোট গুরুতর নয় রাহুলেরও। ফলে দুজনে খেলবেন চতুর্থ টেস্টে।