IND vs AUS: বক্সিং ডে টেস্টে বড় মাথাব্যথা কমল ভারতের! কাজ সহজ হল বুমরাহ-সিরাজদের?বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 4th Test Big Update On Travis Head Injury: ব্রিসবেন টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে গিয়েছে। বর্তমানে বর্ডার-গাভাসকর সিরিজের ফল ১-১। শেষ দুই টেস্টে হবে সিরিজের ভাগ্য নির্ধারণ। বক্সিং ডে টেস্ট ঘিরে তাই চড়তে শুরু করেছে ভারত।
advertisement
1/5

ব্রিসবেন টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে গিয়েছে। বর্তমানে বর্ডার-গাভাসকর সিরিজের ফল ১-১। শেষ দুই টেস্টে হবে সিরিজের ভাগ্য নির্ধারণ। বক্সিং ডে টেস্ট ঘিরে তাই চড়তে শুরু করেছে ভারত।
advertisement
2/5
এরই মাঝে অস্ট্রেলিয়া শিবিরে ফের একবার গ্রাস করেছিল চোট আতঙ্ক। কারণ কুঁচকিতে চোটের কারণে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন অজিদের ইনফর্ম তারকা ব্যাটার ট্রেভিস হেড।
advertisement
3/5
বিশ্বকাপ ফাইনাল হোক আর চলতি টেস্ট সিরিজ, ভারতীয় দলের বরাবর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রেভিস হেড। এই সিরিজেও শেষ দুই টেস্টে শতরান করে দুরন্ত ফর্মে রয়েছে বাঁ হাতি ব্যাটার।
advertisement
4/5
তবে হেডের কুঁচকিতে চোটের খবর আসতেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাহলে কি চতুর্থ টেস্টে খেলতে পারবেন না তারকা ব্যাটার? কাজ অনেকটা সোজা হবে রোহিত-বুমরাহ-সিরাজদের?
advertisement
5/5
তবে সব আশায় জল ঢেলে দিয়েছেন ট্রেভিস হেড। তৃতীয় টেস্টের পর তিনি বলেছেন,"এই মুহূর্তে যে ভাবে ব্যাট করছি, তাতে আমি সন্তুষ্ট। একটু ব্যথা আছে, তবে আমি ঠিক আছি। চতুর্থ টেস্টে খেলব।"