IND vs AUS 2nd Test: ১৪ বছর ধরে অটুট সচিনের রেকর্ড ভাঙার সুযোগ যশস্বীর! অ্যাডিলেডেই তৈরি হবে নতুন ইতিহাস?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd Test Yashasvi Jaiswal Chance To Break Sachin Tendulkar Big World Record: পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের অনবদ্য ইনিংসের সৌজন্য একাধিক রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। এবার তার সামনে সচিন তেন্ডুলকরের এক বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।
advertisement
1/5

বিশ্ব ক্রিকেটকে দশকের পর দশক ধরে শাসন করেছে ভারতীয় ব্যাটাররা। গাভাসকর, সচিন থেকে কোহলি, এই ব্যাটন আরও এগিয়ে নিয়ে যাবেন বলে এখন থেকেই মনে করা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে। অল্প সময়েই লাল বলের ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন ২২ বছরের তরুণ।
advertisement
2/5
পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের অনবদ্য ইনিংসের সৌজন্য একাধিক রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। এবার তার সামনে সচিন তেন্ডুলকরের এক বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।
advertisement
3/5
এক ক্যালেন্ডার বছরে ভারতের কোনও ক্রিকেটারের টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। ২০১০ সালে এক বছরে মাস্টার-ব্লাস্টারের ব্যাট থেকে এসেছিল ১৫৬২ রান। সেই রেকর্ড ১৪ বছর ধরে অটুট রয়েছে।
advertisement
4/5
এবার সেই রেকর্ড ভাঙার সূবর্ণ সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে। খনও পর্যন্ত ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে যশস্বী তিনটি শতরান এবং সাতটি অর্ধশতরান-সহ করেছেন ১২৮০ রান করে ফেলেছেন।
advertisement
5/5
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে যশস্বীর দরকার ২৮৩ রান। চলতি বছরের ডিসেম্বরে যশস্বী জয়সওয়াল পাবেন আরও ৩টি টেস্ট। ফলে তিনি যেই ফর্মে রয়েছেন তাতে এই রেকর্ড ভাঙাটা খুব একটা কষ্টকর মনে হচ্ছে না। লাগাতার রান করতে মুখিয়ে রয়েছেন যশস্বীও।