IND vs AUS 2nd Test: পিঙ্ক বল টেস্টে 'এই' ১১ জনকে নামাচ্ছে ভারত! দলে একের পর এক চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd Test Team India May Make Multiple Changes In First Eleven: পারথে প্রথম টেস্ট জিতে ৫ ম্য়াচের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে অজিদের দুরমুশ করার পর এবার ভারতের লক্ষ্য মিশন অ্যাডিলেড। ৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু পিঙ্ক বলের দিন-রাতের টেস্ট।
advertisement
1/6

পারথে প্রথম টেস্ট জিতে ৫ ম্য়াচের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে অজিদের দুরমুশ করার পর এবার ভারতের লক্ষ্য মিশন অ্যাডিলেড। ৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু পিঙ্ক বলের দিন-রাতের টেস্ট।
advertisement
2/6
গতবার অস্ট্রেলিয়া সফরে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউটের লজ্জার ইতিহাসের সাক্ষী থেকেছিল ভারতীয় দল। এবার সেই হারের বদলা নিতে মুখিয়ে টিম ইন্ডিয়া। তবে অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে সাবধানী রোহিত-বিরাটরা।
advertisement
3/6
প্রথম ম্যাচে ভারতের বোলিং ও ব্যাটিং দুই বিভাগই সাফল্য পেয়েছিল। তবে অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে একাধিক বদল হতে পারে। কারণ দ্বিতীয় টেস্টে দলে ফিরথেন রোহিত, গিলরা। এছাড়া বোলিং অলরাউন্ড বিভাগেও হতে পারে পরিবর্তন।
advertisement
4/6
অ্যাডিলেডের পিচ কিউরেটর বলেছেন এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররা সহায়তা পাবে। এমনিতেও অ্যাডিলেডে অশ্বিনের রেকর্ড খুব ভাল। অলরাউন্ড বিভাগেও জাদেজা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আকাশ দীপও নেটে ম্যাচের আগে দীর্ঘ সময় অনুশীলন করেছেন।
advertisement
5/6
ফলে অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত কোন একাদশ নামায় রোহিত-গম্ভীররা সেটাই দেখার।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন দিন-রাতের টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি / রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন / ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা / আকাশ দীপ।