IND vs AUS 2nd Test: পিঙ্ক বল টেস্টে বড় 'বলিদান' ভারতের মহাতারকার! মানতে বাধ্য হলেন সময়ের দাবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 2nd Test: ৬ তারিখ থেকে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট শুরুর আগে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। দিন-রাতের টেস্টে বড় বলিদান দিতে চলেছেন ভারতের মহাতারকা। মেনে নিতে বাধ্য গলেন সময়ের দাবি।
advertisement
1/6

পারথে টেস্টে দুরন্ত জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। ৬ তারিখ থেকে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট শুরুর আগে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। দিন-রাতের টেস্টে বড় বলিদান দিতে চলেছেন ভারতের মহাতারকা। মেনে নিতে বাধ্য গলেন সময়ের দাবি।
advertisement
2/6
পারথে সফল হয়েছিল ভারতের নতুন ওপোনিং জুটি যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। প্রথম ইনিংসে রাহুল ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৭১ রানেপ ঝকঝকে ইনিংস খেলেন। যশস্বী প্রথম ইনিংসে খাতা না খুলতে পারলেও দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া দ্বিতীয় ইনিংসে ২০১ রানের রেকর্ড পার্টনারশিপ করেন তারা।
advertisement
3/6
পারথে সফল হওয়ার ফলে সেই জুটি অ্যাডিলেডে ভাঙা হবে কিনা তা নিয়ে ওঠে প্রশ্ন। রোহিত শর্মা নিজের ব্যাটিং অর্ডার চেঞ্জ করবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। অবশেষে দলের জন্য নিজের প্রিয় জায়গা ছাড়তে চলেছেন হিটম্যান।
advertisement
4/6
রোহিত যে নিজের জায়গা ছাড়তে চলেছেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিলদ্বিতীয় টেস্টের আগে অনুশীলন ম্যাচে। রোহিত নিজের ব্যাটিং অর্ডার চেঞ্জ নেমেছিলেন মিডল অর্ডারে ৫ নম্বর। এবার ম্যাচের আগে অনুশীলনেও মিলল সেই ইঙ্গিত।
advertisement
5/6
ভারতের অনুশীলনে চারটি নে ছিল। প্রথম নেটে যশস্বী এবং রাহুল, দ্বিতীয় নেটে কোহলি এবং গিল, তৃতীয় নেটে পন্থ ও রোহিত, চতুর্থ নেটে নীতীশ এবং সুন্দর ব্যাটিং অনুশীলন করেন। তা থেকেই মনে করা হচ্ছে, যশস্বী, রাহুল, শুভমন, কোহলির পর পাঁচ নম্বরে ব্যাট করবেন অধিনায়ক।
advertisement
6/6
এছাড়া অনুশীলনে অন্যান্য দিন একবার ব্যাটিং করলেও মঙ্গলবার নেটে গ্যাপ দিয়ে দুবার ব্যাটিং অনুশীলন করেন রোহিত শর্মা। নতুন জায়গায় মানিয়ে নেওয়ার জন্যই বাড়তি অনুশীলন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।