IND vs AUS 2nd Test: বদলে গেল সব! অ্যাডিলেডে ভারতের হয়ে ওপেন করবে কে? ঘোষণা রোহিত শর্মার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 2nd Test: অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন? রোহিত শর্মা না কেএল রাহুল? ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন ভারত অধিনায়ক।
advertisement
1/5

অ্যাডিলেডে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন? রোহিত শর্মা না কেএল রাহুল? ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন ভারত অধিনায়ক।
advertisement
2/5
রোহিত শর্মা জানিয়ে দেন,"অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের হয়ে ইনিংস শুরু করতে দেখা যাবে কেএল রাহুলকে। আমি মাঝের দিকে নামব। দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিতেই হত"।
advertisement
3/5
এছাড়া কেএল রাহুলে অ্যাডিলেডে যে ইনিংস খেলেছিলেন তার ভূয়সী প্রশংসা করেন রোহিত শর্মা। বলেন,"যে ভাবে বিদেশের মাটিতে ও ব্যাট করে তা প্রশংসনীয়। বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে কেএলের ব্যাটিং দেখছিলাম। অসাধারণ খেলেছে ও"।
advertisement
4/5
নিজে কোথায় ব্যাট করবেন সেই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন,"আমি মিডল অর্ডারে ব্যাট করব। আমার জন্য ব্যক্তিগতভাবে মিডল অর্ডারে খেলা সহজ হবে না। কিন্তু দলের স্বার্থে এটা খুব সহজ সিদ্ধান্ত।"
advertisement
5/5
অ্যাডিলেড টেস্টে প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের একাদশ কেমন হতে পারে সে প্রসঙ্গে কোনও ইঙ্গিত দেননি রোহিত। ম্যাচের দিন সকালেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।