IND vs AUS 1st Test: ভারতীয় দলে একাধিক বড় বদল! কে থাকছে আর কে বাদ? তৈরি পারথ জয়ের মাস্টার প্ল্যান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 1st Test Match Preview: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে ক্রিকেটের দুই শক্তিধর দেশের।
advertisement
1/9

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে ক্রিকেটের দুই শক্তিধর দেশের।
advertisement
2/9
শেষ দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। এবার হ্যাটট্রিকের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। অপরদিকে, ঘরের মাঠে গত দুবারের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামতে চলেছে ব্যাগি গ্রিনরা।
advertisement
3/9
তবে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজ শুরু আগে যথেষ্ট চাপে রয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়া ক্ষত এখনও দগদে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকে করতে গেলে এই সিরিজে ৩ থেকে ৪টি ম্যাচ জিততে হবে ভারতকে।
advertisement
4/9
এছাড়া পারথের পেস ও বাউন্সি উইকেটে নামার আগে রোহিত শর্মার না থাকা, শুভমান গিলের চোট চিন্তা আরও বাড়িয়েছে গৌতম গম্ভীরের। রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিতে তৈরি জসপ্রীত বুমরাহ। পারথে ভারত ও বুমরাহের অগ্নিপরীক্ষা হতে চলেছে বললেও খুব একটা ভুল হবে না।
advertisement
5/9
পারথের উইকেটে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। কেমন কম্বিনেশন খেলাবে ভারতীয় দল তা নিয়ে কৌতুহলের শেষ নেই। তবে অজিদের চমকে দিতে কোনও চমকে দেওয়া কম্বিনেশনও মাঠে নামতে পারেন গৌতম গম্ভীর।
advertisement
6/9
নতুন ওপেনিং জুটি দেখা যেতে পারে ভারতীয় দলে। এছাড়া অভিষের হতে পারে একসঙ্গে দুই ক্রিকেটারের। অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন নীতিশ কুমার রেড্ডি। পেস অ্যাটাকে সুযোগ পেতে পারেন হর্ষিত রানা। ৫ ব্যাটার, এক মিডিয়াম পেস অলরাউন্ডার, এক স্পিনার অলরাউন্ডার, ৪ পেসারে দল সাজাতে পারেন গম্ভীর।
advertisement
7/9
অপরদিকে, ঘরের মাঠে সিরিজ শুরুর আগেই নানা রকমভাবে হুঙ্কার দিয়েছে অস্ট্রেলিয়া। পারথে যে অজিরাই ফেভারিট হিসেবে শুরু করবে তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে গত দুবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক প্যাট কামিন্সের দল।
advertisement
8/9
এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য় একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল / হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা / রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
advertisement
9/9
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ন্যাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লায়ন, জস হ্যাজেলউড।