TRENDING:

P V Sindhu: চেনেন এই সূর্যমুখীকে? শরীরে হলুদ স্নান পোশাক, ঝকঝকে হাসিতে সমুদ্রে তুললেন 'অচেনা' ঢেউ!

Last Updated:
PV Sindhu: সমুদ্রসৈকতে দেখা গেল চেনা সেই হাসির ঝলমলে P V সিন্ধুকে। হলুদ সুইম স্যুটে যেন সদ্য ফোটা এক সূর্যমুখী।
advertisement
1/10
চেনেন এই সূর্যমুখীকে? শরীরে হলুদ স্নান পোশাক, ঝকঝকে হাসিতে সমুদ্রে তুললেন  ঢেউ!
রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবার টোকিও অলিপিক্সে ছিনিয়ে নিয়ে এসেছেন ব্রোঞ্জ। পর পর দু’বার অলিম্পিক্স পদক জিতে রেকর্ড করে ফেলেছেন পিভি সিন্ধু। টোকিয়ো অলিম্পিক্সে সিন্ধু-ঝড়ের কাছে উড়ে গিয়েছেন চিনের হি বিংজিয়ায়ো। সেই সিন্ধু সমুদ্র সৈকতে কী করছেন?
advertisement
2/10
দেখা গেল চেনা সেই হাসিতে ঝলমলে সিন্ধুকে। হলুদ সুইম স্যুটে যেন সদ্য ফোটা এক সূর্যমুখী।
advertisement
3/10
অলিম্পিকসে দুটি পদকজয়ী পি ভি সিন্ধু ফরাসি ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। কিন্তু এই জলে ঢেউ তোলা মেয়েকে কতজনই বা চেনেন? সম্প্রতি এমনই থ্রোব্যাক ছবি শেয়ার করে চমকে দিয়েছেন সিন্ধু।
advertisement
4/10
এ তো যেকোনও মডেলকে হার মানায়! কিছুদিন আগেই টোকিয়ো অলিম্পিক্সে সিন্ধু-ঝড়ের কাছে উড়ে গিয়েছেন চিনের হি বিংজিয়ায়ো। ২১-১৩, ২১-১৫ ব্যবধানে তাঁকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছেন সিন্ধু। আর নতুন ছবিতে যেন সমুদ্রে এক তুফান তুলেছেন সিন্ধু।
advertisement
5/10
বিজ্ঞাপনী জগতে ইতিমধ্যেই দাগ কেটেছেন সিন্ধু। আর কোর্টে তাঁর কীর্তি? ২০১৯ সাল। মাত্র ৩৮ মিনিট সিন্ধু-ঝড়ের কাছে উড়ে গেলেন জাপানের নজোমি ওকুহারা। সুইৎজারল্যান্ডের বাসেলে একেবারেই একতরফা ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু। ভারত থেকে সেই প্রথম।
advertisement
6/10
২০১৩ এবং ২০১৪ সালে পর পর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এর পর ২০১৭ সাল থেকে টানা তিন বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখেন তিনি। ২০১৭, ২০১৮-তে রুপো জিতলেও ২০১৯ ফাইনালে সোনার হাসিটি হেসেছিলেন তিনিই! নিজের কৃতিত্বেই ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন সিন্ধু।
advertisement
7/10
ব্যাডমিন্টন কোর্টে অনন্য রেকর্ড আরও রয়েছে সিন্ধুর ঝুলিতে। ২০১৬-তে প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্সে রুপোর পদক পান তিনি। সে বছর ব্রাজিলের রিও ডি জেনেইরোতে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে সেই হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে গেলেও সিন্ধুর লড়াই মনে রেখেছেন সবাই।
advertisement
8/10
এশিয়ান গেমস থেকেও রুপোর পদক তুলে নিয়েছেন পিভি সিন্ধু। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় চিনের তাই জু ইংকে হারিয়েছিলেন সিন্ধু। সেই সিন্ধুর এই ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড়। এ কোন মেয়ে? তবে কি মডেলিংয়ের দুনিয়ায় পা রাখতে চান এই ক্রীড়া ব্যক্তিত্ব?
advertisement
9/10
স্মার্ট, ঝকঝকে, সপ্রতিভ সিন্ধু ভালোবাসেন বেড়াতে। তাঁর ইনস্টাগ্রাম ফলো করলেই সেকথা বোঝা যায়।
advertisement
10/10
আগামী দিনে আরও চ্যালেঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করবেন এই মেয়ে। সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ।
বাংলা খবর/ছবি/খেলা/
P V Sindhu: চেনেন এই সূর্যমুখীকে? শরীরে হলুদ স্নান পোশাক, ঝকঝকে হাসিতে সমুদ্রে তুললেন 'অচেনা' ঢেউ!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল