World Cup 2023: বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে প্রথমবার, নয়া ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023: বেঙ্গালুরুতে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে এমন রেকর্ড গড়ল ভারতীয় দল যা বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও দেশ করতে পারেনি কোনও দল।
advertisement
1/5

বেঙ্গালুরুতে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ৪১০ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ২৫০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। (Photo Courtesy- AP)
advertisement
2/5
সেমি ফাইনালের আগে ডাচদের বিরুদ্ধে ভারতীয় দল ব্যাটিং অনুশীলনটা ভালই সেরে নিয়েছে। টিম ইন্ডিয়ার টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার সকলেই রান পেয়েছে। কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার সেঞ্চুরি করার পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল। (Photo Courtesy- AP)
advertisement
3/5
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে এমন রেকর্ড গড়ল ভারতীয় দল যা বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও দেশ করতে পারেনি কোনও দল। ফলে আরও একবার ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। (Photo Courtesy- AP)
advertisement
4/5
বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনও ম্যাচে একটি দলের প্রথম পাঁচ ব্যাটারের সকলেই ৫০ বা তার বেশি রান করল। বিশ্বকাপের ৪৮ বছরের বছরের ইতিহাসে এই কৃতিত্ব অর্জন করল ভারতীয় দল। ইতিহাসে নাম লেখালেন রোহিত-গিল-কোহলি-রাহুল-শ্রেয়সরা। (Photo Courtesy- AP)
advertisement
5/5
বিশ্বকাপের ইতিহাসে প্রথম হলেও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় ঘটনা। এর আগে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান। ২০০৮ সালে জিম্বাবোয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিল পাকিস্তান। (Photo Courtesy- AP)