Virat Kohli Birthday Celebration: 'ঈশ্বরকে' ছোঁয়ার স্বপ্নপূরণের পর কেমন হল কোহলির জন্মদিন সেলিব্রেশন! দেখুন সেরা ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
ICC World Cup 2023 See Virat Kohli s 35th Birthday Celebration Photos after India vs South Africa match in ODI World CUP 2023: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। স্মরণীয় করে রাখলেন নিজের ৩৫তম জন্মদিন।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। স্মরণীয় করে রাখলেন নিজের ৩৫তম জন্মদিন।
advertisement
2/6
১০১ রানের কোহলির বিরাট ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকে ৩২৭ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। জবাবে মাত্র ৮৩ রানে অলআউট প্রোটিয়ারা। ২৪৩ রানে জয় পায় ভারত।
advertisement
3/6
ম্যাচ শেষে ইডেনে কোহলির জন্য কেক কাটার ব্যবস্থা করা হয় সিএবির তরফে। কিন্তু সেই কেক কাটেননি বিরাট। মনসংযোগের ব্যাঘাত যাতে না ঘটে তাই প্রকাশ্যে কোনও অনুষ্ঠান করতে চাননি বিরাট।
advertisement
4/6
তবে জন্মদিন উপলক্ষ্যে বিরাট কোহলিকে সিএবির পক্ষ থেকে একটি সোনার ব্যাট উপহার দেওয়া হয়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিরাট কোহলির হাতে তুলে দেন এই বিশেষ উপহার।
advertisement
5/6
ইডেনে কেক না কাটলেও টিম হোটেলে ফিরে বিসিসিআই কর্তাদের সঙ্গে জন্মদিন এর কেক কাটার অনুষ্ঠানে যোগ দেন বিরাট। তবে কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
advertisement
6/6
মাঝরাতেই কলকাতা ছেড়ে মুম্বই ফিরে যান বিরাট কোহলি। জন্মদিনে স্ত্রী অনুষ্কার ও মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটাতে মুম্বই ফেরেন কোহলি। দেশের ও পরিবারের দুই দায়িত্বই পালন করেন বিরাট।