World Cup Astrology: কাশীর জ্যোতিষাচার্য্যের মোক্ষম হিসেব, মঙ্গল যার ভাগ্যে উদয়, সেই চ্যাম্পিয়ন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup Astrology: সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে এবার বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে এবং শনি তার মূল কুম্ভ রাশিতে রয়েছে৷
advertisement
1/6

: বিশ্বকাপের দামামা বেজে গেছে৷ আজ খানিকক্ষণ বাদেই এবারের বিশ্বকাপে প্রথমবারের জন্য মাঠে নামবে ভারতীয় দল৷ ক্রিকেটাররা সকলেই মাঠে নিজেদের ১০০ শতাংশ দেবেন দেশকে বিশ্বসেরা করার জন্য৷ কিন্তু ভাগ্য কী বলছে৷ গ্রহ-নক্ষত্রের বিচারে কোন দেশ সেরার লড়াইতে অ্যাডভানটেজে থাকবে৷ কাশীর জ্যোতিষাচার্যের হিসেব অনুযায়ি, এইবার এই চারটি দলই সেমিফাইনালে খেলবে, কী বলছেন তিনি ভারতের অবস্থার বিষয়ে, রইল তাঁর বিশ্লেষণ৷
advertisement
2/6
এবারের বিশ্বকাপে ১০টি দল ৪৮টি ম্যাচ খেলবে। লিগ পর্বের লড়াই শেষে চারটি সেরা দল সেমিফাইনালের টিকিট পাবে৷ কোন, কোন দল সেমিফাইনালে উঠবে সে বিষয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নিজেদের মতামত দিচ্ছেন। কাশীর জ্যোতিষাচার্য গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে সেমিফাইনালে পৌঁছানোর চারটি দল সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করেছেন৷
advertisement
3/6
জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানিয়েছেন, এবারের বিশ্বকাপে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান শীর্ষ চারে থাকবে অর্থাৎ সেমিফাইনালের টিকিট যোগাড় করতে পারবে । অর্থাৎ এই চার দলের মধ্যে সেমিফাইনাল লড়াই হবে। সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে এবার বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে এবং শনি তার মূল কুম্ভ রাশিতে রয়েছে৷ তাই ভারত কেবল সেমিফাইনালই খেলবে তাই নয়, ফাইনালেও যাবে।
advertisement
4/6
২০১৯ সালে ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল.. তিনি বলেছেন যে সেই সময় বৃহস্পতি মঙ্গলের ঘরে ছিল। সঞ্জয় বলেছেন যে মঙ্গল খেলার গ্রহ, তাই যখনই বৃহস্পতি মঙ্গল রাশিতে থাকে তখনই সাফল্য দেয়।
advertisement
5/6
তিনি বলছেন, এবারও ইংল্যান্ডের একই অবস্থা, তাই ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথ সহজ করে দিয়েছে। এদিকে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রথম ম্যাচেই হেরেছে। জ্যোতিষ শাস্ত্রের হিসাবে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া যখনই বিশ্বকাপ শিরোপা জিতেছে তখনই মঙ্গল রাশির গুণেই জিতেছে। তিনি বলেন, গ্রহের গতিবিধি অনুযায়ী অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠার পথ প্রশস্ত৷
advertisement
6/6
অন্যদিকে, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর পাকিস্তানকে বিশ্বকাপের শীর্ষ-৪ দলে রাখেননি৷ কিন্তু জ্যোতিষের হিসাব অনুযায়ী, পাকিস্তানের এবার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সত্যিই কী হবে তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের৷