PM Modi-Team India: ফাইনালে হারের পর টিম ইন্ডিয়াকে সান্ত্বনা প্রধানমন্ত্রী মোদির, ড্রেসিংরুমে গিয়ে দেখা করলেন প্রত্যেক ক্রিকেটারদের সঙ্গে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi Visited Indian Dressing Room: ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
1/6

গোটা টুর্নামেন্ট ভাল খেললেও আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া ৷ ১৪০ কোটি দেশবাসীর প্রত্যাশাপূরণে ব্যর্থ রোহিতরা ৷ ২০ বছর পরেও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা বিশ্বকাপের ফাইনালে হার ৷ ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
2/6
রবিবার ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন মোদি ৷
advertisement
3/6
কান্নায় ভেঙে পড়া শামিকে নিজের বুকে টেনে নেন প্রধানমন্ত্রী। সান্ত্বনা দেন গোটা ভারতীয় দলকে।
advertisement
4/6
রবিবার অজি ইনিংস চলাকালীন খেলা দেখতে যান প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর সামনে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলেন না রোহিতরা। ম্যাচের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখাও করে আসেন তিনি ৷
advertisement
5/6
রোহিত, বিরাটদের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সব ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একে একে দেখা করেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন মোদি ৷
advertisement
6/6
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রবীন্দ্র জাদেজা নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “হৃদয় ভেঙে গেলেও মানুষের সমর্থনই আমাদের শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রীও ড্রেসিংরুমে এসে সকলের মনোবল বাড়িয়েছেন।” Photo Courtesy: Ravindra Jadeja (X Handle)