Mohammed Shami: ৭ উইকেট নিয়ে ভারতকে তুললেন ফাইনালে, সঙ্গে ৫ বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ শামি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Shami: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছেন মহম্মদ শামি। ৭টি উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। সঙ্গে ৫টি রেকর্ডও গড়েছেন শামি।
advertisement
1/6

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছেন মহম্মদ শামি। ৭টি উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। সঙ্গে ৫টি রেকর্ডও গড়েছেন শামি। (Photo Courtesy- AP)
advertisement
2/6
বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশিবার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে ৩ বার করে ৫ উইকেট নিয়ে একই আসনে ছিলেন শামি। সেমিফাইনালে নিজের চতুর্থ ৫ উইকেট শিকার করলেন শামি। (Photo Courtesy- AP)
advertisement
3/6
এই বিশ্বকাপেই জাহির খান ও জাভাগল শ্রীনাথের ৪৪ উইকেট টপকে বিশ্বকাপে ভারতের সবথেকে বেশি উইকেট শিকারী হয়েছিলেন শামি। সেমিতে কেন উইলিয়ামসনের উইকেট নিতেই ভারতের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন শামি। (Photo Courtesy- AP)
advertisement
4/6
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন মহম্মদ শামি। এর আগে এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের নামে। ১৮ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি। মহম্মদ শামি ১৭ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন। (Photo Courtesy- AP)
advertisement
5/6
একদিনের বিশ্বকাপের ইতিহাসে সপ্তম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০ উইকেট নিলেন শামি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে গ্লেন ম্যাকগ্রা, মুথাইয়া মুরলিথরন, লসিথ মালিঙ্গা, ওয়াসিম আক্রম, ট্রেন্ট বোল্ট এবং স্টার্কের। (Photo Courtesy- AP)
advertisement
6/6
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯.৫ ওভার বোলিং করে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নেন মহম্মদ শামি। যা একদিনের ক্রিকেটে মহম্মদ শামির সেরা বোলিং ফিগার। এছাড়া ২৩ উইকেট নিয়ে এই বিশ্বকাপের এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীও শামি। (Photo Courtesy- AP)