ICC World Cup 2023 India vs Sri Lanka: শুভমান গিল কেন ৭৭ নম্বর জার্সি পরে খেলেন? বিশ্বকাপের মাঝেই হল রহস্যভেদ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 India vs Sri Lanka Why Shubman Gill Wears 77 Number Jersey Know Interesting Facts during ODI World Cup 2023: শুভমান গিলেরই একটি অজানা বিষয়ের পর্দাফাঁস হল চলতি ওডিআই বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় থেকেই ৭৭ নম্বর জার্সি পরে খেলেন শুভমান গিল। কিন্তু কেন তিনি এই নম্বর বেছে নিলেন তার কারণ অজানা অনেকের।
advertisement
1/6

বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ছন্দে রয়েছে। সেমি ফাইনাল কার্যত পাকা টিম ইন্ডিয়ার। বিশ্বকাপ মানেই ক্রিকেটের পাশাপাশি প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহলও থাকে ক্রিকেট প্রেমিদের।
advertisement
2/6
শুভমান গিলেরই একটি অজানা বিষয়ের পর্দাফাঁস হল চলতি ওডিআই বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় থেকেই ৭৭ নম্বর জার্সি পরে খেলেন শুভমান গিল। কিন্তু কেন তিনি এই নম্বর বেছে নিলেন তার কারণ অজানা অনেকের।
advertisement
3/6
কিন্তু আপনারা জানলে অবাক হবেন গিলের ৭৭ নম্বর জার্সির পরে খেলার পিছনেও দায়ী এমএস ধোনি। কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে গিল জানিয়েছিলেন,ঠঅনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় আমি ৭ নম্বর জার্সি চেয়েছিলাম। ওটা আমার শুভ সংখ্যা। কিন্তু সেটা পাইনি। কারণ ৭ নম্বর জার্সি ধোনি পরে খেলতেন"।
advertisement
4/6
বর্তমানে ভারতীয় দলের তরুণ তারকাদের মধ্যে একেবারে উপরের সারিতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম ওপেনার শুভমান গিল। এই বছর ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি।
advertisement
5/6
তারপর গিল আরও জানান,"৭ নম্বর জার্সি না পেয়ে তখন সাতের পিছনে আরও একটা সাত লাগিয়ে ৭৭ নম্বর জার্সি দিতে বলি। তখন সেটা পেয়ে যাই। সেই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকেই আমি ৭৭ নম্বর জার্সি পরে খেলি।"
advertisement
6/6
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপ চলকালীন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন শুভমান গিল। সেখান থেকে সুস্থ হয়ে পাকিস্তান ম্যাচ থেকে দলে কামব্যাক করেন তিনি। ছন্দে থাকলেও এখনও গিলের ব্যাটে বড় রান আসেনি। আগামি ম্যাচগুলিত নিজের সেরাটা দিতে মরিয়া তরুণ ওপেনার।