CWC 2019: ২৩ বছরের অপেক্ষা শেষ, আগামী চার বছর বিশ্ব ক্রিকেটের রং নীল
Last Updated:
advertisement
1/5

তেইশ বছরের অপেক্ষা শেষ। আগামী চার বছর বিশ্ব ক্রিকেটের রং নীল। Photo Courtesy: ICC/Twitter
advertisement
2/5
গত চার বছরের পরিশ্রমের ফল পাওয়া গেল আজ বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। ম্যাচ শেষে দাবি বিশ্বজয়ী ইংরেজ নেতা ইয়ন মর্গ্যানের। Photo Courtesy: ICC/Twitter
advertisement
3/5
ফারাকটা ঠিক ৫৩ বছরের। সেই ঘরের মাঠেই শাপমুক্তি। ১৯৭৫ সালের ৭ জুন প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হতে ইংরেজদের সময় লাগল ৪৪ বছর। কলকাতা হয়নি, মেলবোর্ন হয়নি। কিন্তু ঘরের উঠোনে আর খালি হাত নয়। মর্গ্যানদের হাত ভরা থাকল বিশ্বকাপে। Photo Courtesy: ICC/Twitter
advertisement
4/5
Photo Courtesy: ICC/Twitter
advertisement
5/5
তেইশ বছরের অপেক্ষা শেষ করল বিশ্ব ক্রিকেট। ১৯৯৬ সালে নতুন চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছিল শ্রীলঙ্কা। ২০১৯ সালে ইংল্যান্ড। চার বছর পর বিশ্বকাপ নিয়েই ভারতে আসবেন মর্গ্যান। Photo Courtesy: ICC/Twitter