ICC Women's World Cup 2022: মেয়েদের একদিনের ক্রিকেটে ঝুলন একাই ‘২৫০’, কুর্নিশ চাকদা এক্সপ্রেস
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC Women's World Cup 2022: ঘাম-রক্ত-জল ---পরিশ্রমের মূল্য সুদে আসলে পাচ্ছেন ঝুলন গোস্বামী
advertisement
1/6

ঝুলন গোস্বামী (Jhulan Goswami) একদিনের ক্রিকেটে মেয়েদের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী (Leading ODI wicket taker) হলেন৷ তিনি ১৯৯ টি একদিনের ম্যাচ খেলে ২৫০ টি উইকেট নিয়েছেন৷ বিশ্বকাপে রোজই নতুন নজির গড়ছেন ৩৯ র ঝুলন৷
advertisement
2/6
আর কাউকে টপকাতে হবে না। বাংলার মেয়ে ঝুলন গোস্বামী এখন নিজেই সবার উপরে উঠে গেলেন। মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ঝুলন।
advertisement
3/6
চলতি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাওয়ার পর যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ঝুলন। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পেয়ে ঝুলন সবাইকে টপকে গেলেন।
advertisement
4/6
এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপে এখন তিনি ৪০টি উইকেট পাওয়া বোলার।
advertisement
5/6
বিশ্বকাপের ৩১টি ম্যাচে ৪০টি উইকেট। ঝুলনের এমন রেকর্ড অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। আর এবার বিশ্বকাপে যেন কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলার পেসার।
advertisement
6/6
অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ সালের দু'টি বিশ্বকাপে ২০টি ম্যাচে ৩৯টি উইকেট পেয়েছিলেন। এবার ঝুলন ২০০৫-২০২২ পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে ৩১টি ম্যাচে ৪০টি উইকেট পেলেন।