ICC Women's World Cup Final: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে দলে কি কোনও চমক দেবে ভারত, প্রোটিয়া ব্রিগেডকে বধে কোন ছক, কারা খেলবেন ফাইনালে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে বৃষ্টির সম্ভাবনা, পিচ দেখার পর থিঙ্কট্যাঙ্কের ঠিক কী প্ল্যানিং চলছে, বদল আসবে দলে নাকি উইনিং কম্বিনেশন ভাঙবে না ভারতীয় দল
advertisement
1/10

: রবিবার মহিলা বিশ্বকাপের ইতিহাসে এক নতুন অধ্যায়৷ ২৫ বছর বাদে এক নতুন চ্যাম্পিয়ন পাবে৷ তাই নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে ঐতিহাসিক ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এর আগে এই দুটি দলের কোনও দলই কখনও ট্রফি জেতেনি- ফলে যারাই জিতুক তাদের কাছে এই সন্ধ্যা হতে চলেছে নতুন মাইলস্টোন৷
advertisement
2/10
ভারতীয় পুরুষ ক্রিকেট দল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ফলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লেখে৷ ক্রিকেট খেলার সকল ক্ষেত্রে ভারতের বর্তমান আধিপত্যের সূচনা হিসেবে দেখা হয় সেই পারফরম্যান্সকেই৷ অন্যদিকে ২০১১ সালের বিশ্বকাপ জয়কে প্রায়শই বর্তমান জাতীয় দলের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়।
advertisement
3/10
২০১৭ সালে ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয়ের খুব কাছে এসে পৌঁছেছিল। কিন্তু ফাইনালে পৌঁছে তীরে এসে তরী ডুবেছিল৷ কিন্তু সেই দৌড় ভারতের মহিলা ক্রিকেটের জন্য এক বিরাট সাফল্য হিসেবে দলকে একধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিল।
advertisement
4/10
এবার, জেমিমা রদ্রিগেজের অবিস্মরণীয় ১২৭ রানের অপরাজিত রান এবং হরমনপ্রীতের ৮৯ রানের দুর্দান্ত পারফর্মেন্স ভারতকে সেমিফাইনালে রেকর্ড গড়ে জয় এনে দিয়েছে। এই ফলাফল ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন তুলেছে।
advertisement
5/10
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে কী তাহলে দক্ষিণ আফ্রিকা ‘আন্ডারডগ’ - না মোটেও না তারা গোটা টুর্নামেন্ট অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছে৷ গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হওয়া থেকে শুরু করে একই ভেন্যুতে একই প্রতিপক্ষকে পরাজিত করা, এবং ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হওয়ার পর সেরে ওঠা।
advertisement
6/10
সেমিফাইনালের আগে ইন-ফর্ম ওপেনার প্রতীকা রাওয়াল চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান৷ চিন্তায় ছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ তাঁর জায়গায় ধামাকা প্লেয়ার শাফালি ভার্মাকে দলে ফিরিয়ে আনা হয়েছিল৷ শাফালির দলে আসায় বদলেছিল টিম কম্পোজিশন কিন্তু ভারতের জন্য একটি ঐতিহাসিক রাত হয়ে ওঠে৷
advertisement
7/10
রাওয়ালের অনুপস্থিতিতে ভারতের টপ অর্ডারের শাফালি ঢুকলেও নিজের প্রথম ম্যাচে ধামাকা করতে পারেননি৷ তবে, অস্ট্রেলিয়াকে হারানোর উইনিং স্কোয়াডে বদল আনতে চাইবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের৷ তবুও যদি শেষ পর্যন্ত থিঙ্কট্যাঙ্ক ভারতীয় দলে কোনও পরিবর্তন আনে তবে তা অবাকই করবে৷
advertisement
8/10
দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অভিজ্ঞ মারিজান ক্যাপ (২০৪ রান, ১২ উইকেট), নাদিন ডি ক্লার্ক (১৯০ রান, ৮ উইকেট), তাজমিন ব্রিটস (২১২ রান), ক্লোই ট্রায়ন (১৬৭ রান, ৫ উইকেট) এবং অধিনায়ক লরা ওলভার্ড (৪৭০ রান) সকলেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
advertisement
9/10
IND vs SA- মহিলা বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য একাদশIND: শাফালি ভার্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), আমানজোত কউর (Amanjot Kaur), হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন) ( Harmanpreet Kaur), জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues), দীপ্তি শর্মা (Deepti Sharma), রিচা ঘোষ (উইকেটকিপার) (Richa Ghosh), রাধা যাদব ( Radha Yadav), ক্রান্তি গৌড় (Kranti Gaud), শ্রী চরণি (Shree Charani), রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)৷
advertisement
10/10
SA: লরা ওলভার্ড (সি), তাজমিন ব্রিটস, সুনে লুস, অ্যানেরি ডারকসেন, অ্যানেকে বোশ, মারিজান ক্যাপ, সিনালো জাফতা (ডব্লিউ), ক্লো ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, ননকুলুলেকো ম্লাবা