Viral News: শুধুই Virat Kohli নন, ভারতীয় অধিনায়কের থেকে এই পাঁচ ক্রিকেটার আরও বেশি রোজগার করেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup|Virat Kohli|Steve Smith|Jofra Archer|Ben Stokes: তালিকায় যাঁদের নাম আছে তাঁরাও রোজগার করেন প্রচুর
advertisement
1/10

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বার্ষিক আয় ৭ কোটি টাকা (The Annual Income of Virat Kohli is 7 Crore from BCCI as he is in A+ grade) ৷ ২০২০ ফোর্বসের সেরা ১০০ জনের মধ্যে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসাবে ছিলেন ৷ বিসিসিআইয়ের সঙ্গে A+ গ্রেডে চুক্তিবদ্ধ বিরাট ৷ আইপিএল তারকাদের মধ্যে সব থেকে বেশি রোজগার বিরাটের (Virat Kohli's income at IPL is highest) ৷ কেননা আইপিএল (IPL) থেকে বিরাটের প্রতি বছর আয় ১৭ কোটি টাকা (Yearly Virat Kohli earns 17 crore rupees from IPL) ৷ কিন্তু এই বিষয়ে জেনে হয়রান হতে হয় বিরাট কোহলিই সারা বিশ্বের সব থেকে ধনী ক্রিকেটার নন (It's more surprising that Virat Kohli is not the richest player of the globe) ৷ কমপক্ষ আরও পাঁচ জন এমন ক্রিকেটার আছেন যাঁদের রোজগার বিরাটের থেকে বেশি ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
2/10
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ৭,০০,০০০ জিবিপি বা ৭.২২ কোটি টাকা ভারতীয় মূল্যে ৷ যা বিরাট কোহলির থেকে বেশি ৷ জো রুট পৃথিবীর সব থেকে রোজগার করেন টেস্ট দলের অধিনায়ক হয়ে ৷ কিন্তু ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে বিরাট কোহলি পৃথিবীর যে কোনও খেলোয়াড়ের থেকে বেশি টাকা রোজগার করেন ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
3/10
ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার বার্ষিক ১০ লক্ষ পাউন্ড রোজগার করেন ৷ যার ভারতীয় মুদ্রায় মূল্য ৯.৩৯ কোটি টাকা ৷ অত্যন্ত আশ্চর্যজনক রোজগার করেন আর্চার ৷ আর্চারের বেতন রুটের থেকেও বেশি ৷ জো রুট একদিনের ক্রিকেট ও টেস্ট খেলেন সেখানে আর্চার টি ২০-ও খেলেন ৷ (Jofra Archer/Instagram) ৷
advertisement
4/10
ওয়েস্ট ইন্ডিজে জন্ম জোফ্রা আর্চারের পৃথিবীর ৪০ তম অ্যাথেলিট হিসাবে গণ্য করা হয় ৷ বর্তমানে জোফ্রা আর্চার ইংল্যান্ডের হয়ে সমস্ত ফর্ম্যাটে কেলেন ৷ বহু বড় বড় ব্যাটসম্যানের কাছে তিনি দুঃস্বপ্ন ৷ (Jofra Archer/Instagram) ৷
advertisement
5/10
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ইসিবি থেকে বেতন পান ৯,১০,৫১৯ পাউন্ড অর্থাৎ ৮.৭৫ কোটি টাকা ৷ ২০১৩ সাল থেকে ইংল্যান্ডের হয়ে নিয়মিত খেলে য়াচ্ছেন বেন স্টোকস ৷ তিনি দলের হৃদস্পন্দন, তাঁর খেলায় মানুষ বিনোদন খুঁজে পান সর্বোপরি তিনি ম্যাচ উইনার ৷ কিছুদিন আগেই চোট ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্রিকেট থেকে ব্রেক নিয়েছিলেন ৷ কিন্তু তিনি অ্যাসেজে ২০২১-২২ খেলবেন আবার ৷ (Ben Stokes/Instagram) ৷
advertisement
6/10
বিগত তিন বছর বেন স্টোকস সমস্ত রকমের ফর্ম্যাটে দুর্দান্ত প্রদর্শনের জন্য তাঁর বেতন বেড়েছে ৪০ শতাংশ ৷ ইসিবি এবার নতুন ঘরোয়া ব্যবস্থা চালু করতে বেন স্টোকসের বেতন বাড়াতেও পারে ৷ (Ben Stokes/Instagram) ৷
advertisement
7/10
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট দলের অধিনায়ক স্টিভ স্মিথের অস্ট্রেলিয় বোর্ড থেকে ৪ মিলিয়ন আমেরিকান ডলার রোজগার করেন ৷ অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেন স্টিভ স্মিথ ৷ মিডিল অর্ডারের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৷ (Steve Smith/Instagram) ৷
advertisement
8/10
এছাড়াও স্টিভ স্মিথও বিরাট কোহলির মত ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ভালই রোজগার করেন ৷ অস্ট্রেলিয়ার অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার স্টিভ স্মিথ ৷ (PIC: AP) ৷
advertisement
9/10
উইকেট কিপার ব্যাটসম্যান জোস বাটলারও জোফ্রো আর্চারের মত তিন ফর্ম্যাটেই খেলেন ৷ ইসিবির থেকে ৯ কোটি টাকা করে পান বাটলার ৷ বিগত দু'বছর আগে টেস্ট দলেও ফিরে এসেছেন ৷ এই কারণেই এখন তিনি ইসিবির টেস্ট সাদা বলে সূচিতে অন্তর্গত হয়েছেন ৷ (Instagram/JosButtler) ৷
advertisement
10/10
জোস বাটলারও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও আইপিএল খেলে মোটা টাকা রোজগার করেন ৷ তিনি ইংল্যান্ডের টেস্ট দলের সহ অধিনায়ক ৷ ক্রিকেটের বহু দিগ্গজের থেকে অনেক বেশি টাকা রোজগার করেন ৷ ছবি সৌজন্যে পিটিআই ৷