TRENDING:

Viral News: শুধুই Virat Kohli নন, ভারতীয় অধিনায়কের থেকে এই পাঁচ ক্রিকেটার আরও বেশি রোজগার করেন

Last Updated:
ICC T20 World Cup|Virat Kohli|Steve Smith|Jofra Archer|Ben Stokes: তালিকায় যাঁদের নাম আছে তাঁরাও রোজগার করেন প্রচুর
advertisement
1/10
শুধু Virat Kohli নন, ভারতীয় অধিনায়কের থেকে এই পাঁচ ক্রিকেটারের আরও বেশি রোজগার
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বার্ষিক আয় ৭ কোটি টাকা (The Annual Income of Virat Kohli is 7 Crore from BCCI as he is in A+ grade) ৷ ২০২০ ফোর্বসের সেরা ১০০ জনের মধ্যে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসাবে ছিলেন ৷ বিসিসিআইয়ের সঙ্গে A+ গ্রেডে চুক্তিবদ্ধ বিরাট ৷ আইপিএল তারকাদের মধ্যে সব থেকে বেশি রোজগার বিরাটের (Virat Kohli's income at IPL is highest) ৷ কেননা আইপিএল (IPL) থেকে বিরাটের প্রতি বছর আয় ১৭ কোটি টাকা (Yearly Virat Kohli earns 17 crore rupees from IPL) ৷ কিন্তু এই বিষয়ে জেনে হয়রান হতে হয় বিরাট কোহলিই সারা বিশ্বের সব থেকে ধনী ক্রিকেটার নন (It's more surprising that Virat Kohli is not the richest player of the globe) ৷ কমপক্ষ আরও পাঁচ জন এমন ক্রিকেটার আছেন যাঁদের রোজগার বিরাটের থেকে বেশি ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
2/10
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ৭,০০,০০০ জিবিপি বা ৭.২২ কোটি টাকা ভারতীয় মূল্যে ৷ যা বিরাট কোহলির থেকে বেশি ৷ জো রুট পৃথিবীর সব থেকে রোজগার করেন টেস্ট দলের অধিনায়ক হয়ে ৷ কিন্তু ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে বিরাট কোহলি পৃথিবীর যে কোনও খেলোয়াড়ের থেকে বেশি টাকা রোজগার করেন ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
3/10
ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার বার্ষিক ১০ লক্ষ পাউন্ড রোজগার করেন ৷ যার ভারতীয় মুদ্রায় মূল্য ৯.৩৯ কোটি টাকা ৷ অত্যন্ত আশ্চর্যজনক রোজগার করেন আর্চার ৷ আর্চারের বেতন রুটের থেকেও বেশি ৷ জো রুট একদিনের ক্রিকেট ও টেস্ট খেলেন সেখানে আর্চার টি ২০-ও খেলেন ৷ (Jofra Archer/Instagram) ৷
advertisement
4/10
ওয়েস্ট ইন্ডিজে জন্ম জোফ্রা আর্চারের পৃথিবীর ৪০ তম অ্যাথেলিট হিসাবে গণ্য করা হয় ৷ বর্তমানে জোফ্রা আর্চার ইংল্যান্ডের হয়ে সমস্ত ফর্ম্যাটে কেলেন ৷ বহু বড় বড় ব্যাটসম্যানের কাছে তিনি দুঃস্বপ্ন ৷ (Jofra Archer/Instagram) ৷
advertisement
5/10
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ইসিবি থেকে বেতন পান ৯,১০,৫১৯ পাউন্ড অর্থাৎ ৮.৭৫ কোটি টাকা ৷ ২০১৩ সাল থেকে ইংল্যান্ডের হয়ে নিয়মিত খেলে য়াচ্ছেন বেন স্টোকস ৷ তিনি দলের হৃদস্পন্দন, তাঁর খেলায় মানুষ বিনোদন খুঁজে পান সর্বোপরি তিনি ম্যাচ উইনার ৷ কিছুদিন আগেই চোট ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্রিকেট থেকে ব্রেক নিয়েছিলেন ৷ কিন্তু তিনি অ্যাসেজে ২০২১-২২ খেলবেন আবার ৷ (Ben Stokes/Instagram) ৷
advertisement
6/10
বিগত তিন বছর বেন স্টোকস সমস্ত রকমের ফর্ম্যাটে দুর্দান্ত প্রদর্শনের জন্য তাঁর বেতন বেড়েছে ৪০ শতাংশ ৷ ইসিবি এবার নতুন ঘরোয়া ব্যবস্থা চালু করতে বেন স্টোকসের বেতন বাড়াতেও পারে ৷ (Ben Stokes/Instagram) ৷
advertisement
7/10
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট দলের অধিনায়ক স্টিভ স্মিথের অস্ট্রেলিয় বোর্ড থেকে ৪ মিলিয়ন আমেরিকান ডলার রোজগার করেন ৷ অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেন স্টিভ স্মিথ ৷ মিডিল অর্ডারের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান ৷ (Steve Smith/Instagram) ৷
advertisement
8/10
এছাড়াও স্টিভ স্মিথও বিরাট কোহলির মত ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ভালই রোজগার করেন ৷ অস্ট্রেলিয়ার অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার স্টিভ স্মিথ ৷ (PIC: AP) ৷
advertisement
9/10
উইকেট কিপার ব্যাটসম্যান জোস বাটলারও জোফ্রো আর্চারের মত তিন ফর্ম্যাটেই খেলেন ৷ ইসিবির থেকে ৯ কোটি টাকা করে পান বাটলার ৷ বিগত দু'বছর আগে টেস্ট দলেও ফিরে এসেছেন ৷ এই কারণেই এখন তিনি ইসিবির টেস্ট সাদা বলে সূচিতে অন্তর্গত হয়েছেন ৷ (Instagram/JosButtler) ৷
advertisement
10/10
জোস বাটলারও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও আইপিএল খেলে মোটা টাকা রোজগার করেন ৷ তিনি ইংল্যান্ডের টেস্ট দলের সহ অধিনায়ক ৷ ক্রিকেটের বহু দিগ্গজের থেকে অনেক বেশি টাকা রোজগার করেন ৷ ছবি সৌজন্যে পিটিআই ৷
বাংলা খবর/ছবি/খেলা/
Viral News: শুধুই Virat Kohli নন, ভারতীয় অধিনায়কের থেকে এই পাঁচ ক্রিকেটার আরও বেশি রোজগার করেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল