ICC T20 World Cup: সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে কি ভাঙছে, আয়েশার সঙ্গে উষ্ণ ফটো ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) বিয়েটা কী আদৌ আছে৷ নাহলে পাক সুন্দরী আয়েশা কী করে নিজের প্রোফাইলে দুজনের এরকম হট ছবি পোস্ট করেন? গসিপই (Gossip) এখন ভাইরাল (Viral)৷
advertisement
1/7

আয়েশা ওমর (Ayesha Omar) সোশ্যাল মিডিয়ায় কী ছবি দিলেন, যাতে লাগল আগুন৷ সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) বিয়ে তো বেশ ভালোই চলছে বলে লোকের ধারণা৷ এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) মঞ্চে পাকিস্তানের জার্সিতে অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক যখন কাঁপাচ্ছেন আর তাঁর স্ত্রী সানিয়া মির্জা গ্যালারিতে হাততালি দিয়ে চলেছেন৷ এরমধ্যেই বাজারে আগুন লাগালেন পাক সুন্দরী আয়েশা৷ শোয়েব মালিকের সঙ্গে একেবারে মাখোমাখো ছবিতে ভরিয়ে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল৷ Photo- Ayesha Omar/Instagram
advertisement
2/7
ছবিতে দুজনেই একে অপরের প্রতি উষ্ণতার আবেশে বেঁধে রয়েছেন৷ ফলে এইরকম ছবি দেখা মাত্র শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিয়ে নিয়ে উঠছে প্রশ্ন৷ ছড়িয়ে পড়েছে গসিপ৷ তাহলে কী এই ইন্দো-পাক তারকার বিয়ে ঠিকঠাক নেই৷ Photo- Ayesha Omar/Instagram
advertisement
3/7
পুলে আগুন লাগাচ্ছেন কোনও ছবিতে ৷ Photo- Ayesha Omar/Instagram
advertisement
4/7
কোনও ছবিতে আবার দুজনে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন৷
advertisement
5/7
এদিকে যাঁরা শোয়েবের অনুগামী তাঁরা এই সব পোস্টে সানিয়ার সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে কমেন্ট করে সব ভরিয়ে দিয়েছেন৷
advertisement
6/7
লোকে শোয়েবকে জিজ্ঞাসা করেন তিনি আর আয়েশা কি একে অপরের আকৃষ্ট, তাঁরা কি বিয়ে করবেন৷
advertisement
7/7
আসলে আর কিছুই নয় এটি একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট৷ তা অবশেষে পরিষ্কার করে দিয়েছেন আয়েশা৷ কিন্তু গসিপের কারণেই হোক বা দুই তারকার কেমিস্ট্রি হোক একেবারে উত্তাল সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল৷ Photo- Ayesha Omar/Instagram