TRENDING:

ICC T20 World Cup: সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে কি ভাঙছে, আয়েশার সঙ্গে উষ্ণ ফটো ভাইরাল

Last Updated:
সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) বিয়েটা কী আদৌ আছে৷ নাহলে পাক সুন্দরী আয়েশা কী করে নিজের প্রোফাইলে দুজনের এরকম হট ছবি পোস্ট করেন? গসিপই (Gossip) এখন ভাইরাল (Viral)৷
advertisement
1/7
সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে কি ভাঙছে, আয়েশার সঙ্গে উষ্ণ ফটো ভাইরাল
আয়েশা ওমর (Ayesha Omar) সোশ্যাল মিডিয়ায় কী ছবি দিলেন, যাতে লাগল আগুন৷ সানিয়া মির্জা (Sania Mirza) ও শোয়েব মালিকের (Shoaib Malik) বিয়ে তো বেশ ভালোই চলছে বলে লোকের ধারণা৷ এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) মঞ্চে পাকিস্তানের জার্সিতে অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক যখন কাঁপাচ্ছেন আর তাঁর স্ত্রী সানিয়া মির্জা গ্যালারিতে হাততালি দিয়ে চলেছেন৷ এরমধ্যেই বাজারে আগুন লাগালেন পাক সুন্দরী আয়েশা৷ শোয়েব মালিকের সঙ্গে একেবারে মাখোমাখো ছবিতে ভরিয়ে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল৷ Photo- Ayesha Omar/Instagram
advertisement
2/7
ছবিতে দুজনেই একে অপরের প্রতি উষ্ণতার আবেশে বেঁধে রয়েছেন৷ ফলে এইরকম ছবি দেখা মাত্র শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিয়ে নিয়ে উঠছে প্রশ্ন৷ ছড়িয়ে পড়েছে গসিপ৷ তাহলে কী এই ইন্দো-পাক তারকার বিয়ে ঠিকঠাক নেই৷ Photo- Ayesha Omar/Instagram
advertisement
3/7
পুলে আগুন লাগাচ্ছেন কোনও ছবিতে ৷ Photo- Ayesha Omar/Instagram
advertisement
4/7
কোনও ছবিতে আবার দুজনে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন৷
advertisement
5/7
এদিকে যাঁরা শোয়েবের অনুগামী তাঁরা এই সব পোস্টে সানিয়ার সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে কমেন্ট করে সব ভরিয়ে দিয়েছেন৷
advertisement
6/7
লোকে শোয়েবকে জিজ্ঞাসা করেন তিনি আর আয়েশা কি একে অপরের আকৃষ্ট, তাঁরা কি বিয়ে করবেন৷
advertisement
7/7
আসলে আর কিছুই নয় এটি একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট৷ তা অবশেষে পরিষ্কার করে দিয়েছেন আয়েশা৷ কিন্তু গসিপের কারণেই হোক বা দুই তারকার কেমিস্ট্রি হোক একেবারে উত্তাল সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল৷ Photo- Ayesha Omar/Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
ICC T20 World Cup: সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে কি ভাঙছে, আয়েশার সঙ্গে উষ্ণ ফটো ভাইরাল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল