ICC T20 World Cup 2024: ইশান কিষাণের মতোই এবার ‘উচ্ছন্নে’ যাচ্ছেন শুভমানও, দেশে পাঠিয়ে দেওয়ার কারণ ফাঁস, রোহিত শর্মাকে আনফলো করে দিলেন শুভমান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: বোর্ড অবশ্য এই ধরণের তথ্যকে একেবারে উড়িয়ে দিচ্ছে, তাদের যুক্তিতে নেই কোনও ফাঁক!
advertisement
1/6

: T20 World Cup -ভারত সুপার ৮ এ পৌঁছে গেছে৷ কিন্তু এ সবের মধ্যে হঠাৎ করে একটা খারাপ খবর বাজারে ঘোরাফেরা করছে৷ টিম ইন্ডিয়ার ম্যাচ বাকি থাকার আগেই এই নিশ্চিত জায়গা অর্জন হয়ে গেছে৷ শনিবার ভারত নিজেক গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে৷ সামনে প্রতিপক্ষ কানাডা৷ এরই মধ্যে ভারতীয় ড্রেসিংরুম থেকে খানিক খারাপ খবর গুজবে ভাসছে৷
advertisement
2/6
টিম কালচার এবং সবকিছুই ভাল বলে মনে হলেও, গুঞ্জন থেকে মনে হচ্ছে শুভমান গিল রোহিত শর্মাকে আনফলো করেছেন। এরকম স্ক্রিন শট এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল৷
advertisement
3/6
গিলের ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেক করে দেখা যাচ্ছে তিনি যাঁদের ফলো করছেন তাঁদের মধ্যে সার্চ করলে রোহিত শর্মাকে খুঁজে পাওয়া যায়নি৷ সোশ্যাল স্পেসেও কিছু প্রতিক্রিয়া আছে যা তাই বলে।
advertisement
4/6
এদিকে একটি সূত্রে এই খবরও জোর কদমে ছড়াচ্ছে ভারত প্রাথমিক পর্বের শেষে যে দুজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে তার মধ্যে রয়েছেন শুভমান গিল এবং আভেশ খান- কিন্তু এর মধ্যে শুভমানকে ছেড়ে দেওয়ার কারণ নিয়ম নীতি উল্লঙ্ঘন সংক্রান্ত কারণ৷
advertisement
5/6
ফিসফাস যেরমক ইশান কিষাণের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বোর্ড তাঁকে বার্ষিক চুক্তিতেই রাখেনি তেমনিই মার্কিন যুক্তরাষ্ট্রে শুভমান গিলের আচরণে অসন্তুষ্ট বোর্ড তাঁকে ফিরিয়ে নিচ্ছে৷
advertisement
6/6
তবে এরপর বোর্ড অবশ্য জোর দিয়ে বলছে শুভমানকে দেশে ফিরিয়ে আনার পিছনে এরকম কোনও কারণ নেই৷ বোর্ড সূত্রে খবর এই যে যদি দলে কোনও চোট আঘাত হয় তাহলে ব্যাটসম্যান হিসেবে রিঙ্কু সিং ব্যাকআপ থাকছেন৷ কারণ হিসেবে বলা হয়েছে ওপেনিং স্লটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা রয়েছেন৷ তাঁদের মধ্যে যে কেউ চোট পেলে রিপ্লেসমেন্ট হবেন যশস্বী জয়সওয়াল৷ তাই শুভমান গিলকে কাজে লাগবে না৷