ICC T20 World Cup 2024: ‘সাবাশ ..., ওয়ার্ল্ডকাপ খেলনা হ্যায়’- নিজেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার বেছে নিলেন রোহিত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024 : স্টাম্প মাইকে টিম সিলেকশন নিয়ে হইচই
advertisement
1/7

: বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলারুর (আরসিবি) মধ্যে ২০২৪-র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের সময় রোহিত শর্মা এই কথাটি বলেন৷ যা এখন ভাইরাল , ‘সাবাশ ডিকে, ওয়ার্ল্ডকাপ খেলনা হ্যায়৷’
advertisement
2/7
অর্থাৎ দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখে রোহিত শর্মা মাঠের মধ্যেই এই কথা বলেন৷ দীনেশ কার্তিক মুম্বই ইন্ডিয়ান্সের উপর আক্রমণ শুরু করার আগে জসপ্রীত বুমরাহের ৫-২১ বোলিংয়ের একটি অত্যাশ্চর্য স্পেল আরসিবিকে ব্যাকফুটে ফেলেছিল। কিন্তু সেইখান থেকে কার্তিক মাত্র ২৩ বলে ৫৩ রান করে আরসিবি স্কোরকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন৷ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর দিয়েই বোর্ডে মোট ১৯৬ রান সংগ্রহ করেছিল আরসিবি৷
advertisement
3/7
আর দীনেশের মার গঙ্গা ঝিলিক-ঝিলিক টাইপের ইনিংস দেখে রোহিত মাঠের মঝ্যেই নিজের মনের ভাব চেপে রাখতে পারেননি৷ তিনি বলেন, ‘সাবাশ ডিকে! টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সিলেকশন কে লিয়ে পুশ করনা হ্যায়, দিমাগ মে চল রাহা হ্যায় ইসকা ওয়ার্ল্ড কাপ৷’- অর্থাৎ "সাবাশ ডিকে! ওকে টি ২০ বিশ্বকাপে নির্বাচনের জন্য চাপ দিতে হবে। বিশ্বকাপ তার মাথায় আছে।’’
advertisement
4/7
কার্তিকের দুর্দান্ত খেলার সময়, ভারতীয় অধিনায়ক রোহিতের হাস্যকর স্টাম্প-মাইক কার্তিককে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। "সাবাশ ডিকে, বিশ্বকাপ খেলনা হ্যায় অভি (উজ্জ্বল ডিকে, তোমাকে বিশ্বকাপ খেলতে হবে)," রোহিতকে বলতে শোনা গিয়েছিল।
advertisement
5/7
দীনেশ কার্তিক শেষবার ভারতের হয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন, যেখানে তিনি মেন ইন ব্লু-এর প্রথম চারটি ম্যাচে খেলেছিলেন কিন্তু শেষ লিগ পর্বের ম্যাচ এবং শেষপর্বের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে প্রথম এগারোয় সুযোগ পাননি৷ এরপর এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন আর সেটা কেন সেই কারণটাই ধরে ফেলেছেন রোহিত শর্মা৷ আর তাই বলেছেন, ‘ইসকা দিমাগ মে চড় রহা হ্যায় ওয়ার্ল্ডকাপ৷’
advertisement
6/7
কার্তিক আইপিএলে প্রভাবশালী পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়ায় ভারতের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে উইকেটরক্ষকের স্থান দখল করেছিলেন। এবারও ধীরগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের। কিন্তু আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি হবে কারণ কার্তিক আগেই ঘোষণা করেছেন যে এই আইপিএল হবে তার শেষ।
advertisement
7/7
কিন্তু এই মুহূর্তে দীনেশ কার্তিকের ৩৮ বছর বয়স - জুনে বিশ্বকাপের সময় তাঁর বয়স হয়ে যাবে ৩৯ - ঋষভ পন্থ, ইশান কিষাণ, জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসনকে কিপারের জায়গায় কি আইপিএলে পারফরম্যান্স দিয়েই নিজের জায়গা ছিনিয়ে নিতে পারবেন ডিকে! রোহিতের ডায়লগে দারুণ চাঞ্চল্য ক্রিকেট মহলে৷