TRENDING:

Arshdeep Singh: টি-২০ বিশ্বকাপে অর্শদীপ সিং গড়লেন এমন একাধিক রেকর্ড, যা কোনও ভারতীয় বোলারের নেই

Last Updated:
ICC T20 World Cup 2024: ইউএসএ-এর বিরুদ্ধে জয়ের ভারতের হয়ে বড় ভূমিকা নিয়েছে তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং. ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড।
advertisement
1/6
টি-২০ বিশ্বকাপে অর্শদীপ সিং গড়লেন এমন একাধিক রেকর্ড, যা কোনও ভারতীয় বোলারের নেই
আয়ারল্যান্ড, পাকিস্তানের পর আমেরিকা। টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে প্রতিযোগিতার সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল।ষ বুধবার আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে মেন ইন ব্লু। (Photo Courtesy- BCCI X)
advertisement
2/6
ইউএসএ-এর বিরুদ্ধে জয়ের ভারতের হয়ে বড় ভূমিকা নিয়েছে তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং. ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অর্শদীপ। এটাই তাঁর সেরা বোলিং ফিগার। (Photo Courtesy- AP)
advertisement
3/6
শুধু ম্যাচের সেরা হওয়াই নয়। একাধিক রেকর্ডও গড়েছেন বাঁ হাতি পেসার। টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপে অশ্বিন ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে নিজের নামে করলেন অর্শদীপ। (Photo Courtesy- AP)
advertisement
4/6
এছাড়া ম্যাচের প্রথম বলেই অর্শদীপ সিং আমেরিকার ওপেনার সায়ন জাহাঙ্গিরের উইকেট শিকার করেন। ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অর্শদীপ সিং। (Photo Courtesy- AP)
advertisement
5/6
এছাড়া টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে কোনও ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিলেন অর্শদীপ সিং। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা, আফগানিস্তানের শাপুর জ়ারদান এবং নামিবিয়ার রুবেন ট্রাম্পপ্লেম্যানের পর জায়গা করে নিলেন ভারতীয় পেসার। (Photo Courtesy- AP)
advertisement
6/6
অর্শদীপের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। নিজের পারফরম্যান্সে খুশি অর্শদীপও। এই পারফরম্যান্স ধরে রাখা ও টি-২০ বিশ্বকাপ জেতাই এখন প্রধান লক্ষ্য 'সিং ইজ কিং'-এর। (Photo Courtesy- BCCI X)
বাংলা খবর/ছবি/খেলা/
Arshdeep Singh: টি-২০ বিশ্বকাপে অর্শদীপ সিং গড়লেন এমন একাধিক রেকর্ড, যা কোনও ভারতীয় বোলারের নেই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল