TRENDING:

Rohit Sharma : ২০২৭ বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে? ICC পোস্টারে সব খোলসা, 'বড়' নাম জানাজানি

Last Updated:
Rohit Sharma in Icc Poster- তা হলে কি ২০২৭ বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকবেন সেই রোহিতই! যদিও আইসিসি অজ্ঞাত কারণে পোস্টার কিছুক্ষণ পরই সরিয়ে নেয়।
advertisement
1/6
২০২৭ বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে? ICC পোস্টারে সব খোলসা, 'বড়' নাম জানাজানি
ইংল্যান্ড সফরের পর টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা হবে। সেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ভারতীয় দল ১০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের খেলায় তাদের অভিযান শুরু করবে। ভারত তাদের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে। এর পরে টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। এর মাঝে আইসিসির একটি পোস্টারে হইচই পড়ে গেল। (Photo: BCCI)
advertisement
2/6
২০২৭ বিশ্বকাপে কি রোহিত শর্মা খেলবেন! বিরাট কোহলিকে দেখা যাবে! এই প্রশ্ন ঘুরছে অনেকদিন ধরেই। এর মধ্যে আইসিসি বিষয়চাকে আরেকটু উস্কে দিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি পোস্টার শেয়ার করেছে। সেই পোস্টার ঘিরেই জল্পনা শুরু।
advertisement
3/6
২০২৬ সালে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ক্রিকেট ম্য়াচের সূচি প্রকাশ করা হয়েছে আইসিসির তরফে। আর সেই পোস্টারে রাখা হয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং ভারতীয় ওডিআই ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে।
advertisement
4/6
তাহলে কি ২০২৭ সালে আয়োজিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত রোহিতই টিম ইন্ডিয়াকে ওয়ানডে ফরম্য়াটে নেতৃত্ব দেবেন? এই প্রশ্ন আরও একবার ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট সার্কিটে।
advertisement
5/6
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতেছিল। এর পরই হিটম্যান টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই লাল বলের ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন রোহিত।
advertisement
6/6
এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই তাঁকে দেখা যাবে। তা হলে কি ২০২৭ বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন থাকবেন সেই রোহিতই! যদিও আইসিসি অজ্ঞাত কারণে পোস্টার কিছুক্ষণ পরই সরিয়ে নেয়। গম্ভীর অবশ্য বলেছিলেন, ২০২৭ বিশ্বকাপ নিয়ে এখনও কোনও ভাবনা চিন্তাই শুরু করেনি ম্যানেজমেন্ট।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma : ২০২৭ বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন কে? ICC পোস্টারে সব খোলসা, 'বড়' নাম জানাজানি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল