টেস্ট বিশ্বকাপের নিয়মে বড় বদল! কোন চমক দেবে আইসিসি? রইল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Test Championship: আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। সেখানে নিয়মের বড় পরিবর্তন আনতে পারে আইসিসি।
advertisement
1/5

আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। সেখানে নিয়মের বড় পরিবর্তন আনতে পারে আইসিসি। এই নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
advertisement
2/5
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বিগত সময়ে নানা নতুন নতুন বিষয় শুরু করেছে আইসিসি। দিন-রাতের টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ আরও একাধিক বিষয়। এবার পয়েন্ট সিস্টেমে বড় বদল আনতে পারে আইসিসি।
advertisement
3/5
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচে জয়ী দল পেত ১২ পয়েন্ট, ম্যাচ টাই হলে ৬ পয়েন্ট। ড্রয়ে মেলে ৪ পয়েন্ট। এবার থেকে আকর্ষণ আরও বাড়াতে বোনাস পয়েন্ট সিস্টেম চালু করতে পারে আইসিসি।
advertisement
4/5
আইসিসি নতুন সাইকেলে বড় জয়ের ক্ষেত্রে বোনাস পয়েন্ট দেওয়ার নিয়ম আনতে পারে। ১০০ বা তার বেশি রানের ব্যবধানে ম্যাচ জিতলে বা হোয়াইট ওয়াশ করলে সেই দলকে দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট।
advertisement
5/5
এছাড় শুধু এখানেই শেষ নয়। কোনও দল অ্যাওয়ে সিরিজে গিয়ে সিরিজ জিতলেও বোনাস পয়েন্ট দেওয়া হতে পারে। পুরো বিষয়টি আইসিসির পরিকল্পনায় পর্যায়ে রয়েছে। জিম্বাবোয়েতে টেস্ট ক্রিকেট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে আইসিসি। সেখানেই হতে পারে সিদ্ধান্ত।