ICC Champions Trophy 2025: আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy Points Table 2025 Updated After Afghanistan stun England to knock them out: ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় পাল্টে দিয়েছে পুরো পয়েন্ট টেবিলের হিসেব ও সেমিফাইনালের অঙ্ক।
advertisement
1/7

চ্যাম্পিয়য়ন্স ট্রফিতে বড় অঘটন ঘটিয়েছে আফগাবনিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে বাড়ি ফেরার টিকিট পাকা করে দিয়েছে জস বাটলারদের। একইসঙ্গে নিজেদের সেমিফাইনালে ওঠার আশাও জিইয়ে রেখেছে রাশিদ খানরা।
advertisement
2/7
ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যে কোনও প্রতিযোগিতাতেই জায়ান্ট কিলার তকমাটা প্রায় নিজেদের নামের সঙ্গে সেঁটে ফেলেছেন আফগানরা। একের পর এক ঐতিহাসিক জয় প্রমাণ করছে আফগান ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল।
advertisement
3/7
ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় পাল্টে দিয়েছে পুরো পয়েন্ট টেবিলের হিসেব ও সেমিফাইনালের অঙ্ক। ভারত ও নিউজিল্যান্ড গ্রুপ এ থেকে সেমির টিকিট পাকা করে ফেললেও তারা খেলবে কাদের বিরুদ্ধে সেই সমীকরণ স্পষ্ট হচ্ছে না।
advertisement
4/7
গ্রুপ বি-তে জমে উঠেছে পয়েন্ট টেবিলের অঙ্কে। ২ ম্যাচে একটি জয় ও একটি অমীমাংসীত ম্যাচের ১ পয়েন্ট মোট ৩ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকার লড়াই প্রোটিয়াদের। হারলেও সেমিতে যাবে বাভুমারা।
advertisement
5/7
অপরদিকে, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কার্যত সেমি ফাইনাল। ২ ম্যাচে অজিদের পয়েন্ট ৩, অপরদিকে, ২ ম্যাচে আফগানদের পয়েন্ট ২। যে জিতবে তারা যাবে প্রতিযোগিতার সেমিফাইনালে।
advertisement
6/7
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলেও দুজনেরই পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে রান রেটের নিরিখে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স। অপরদিকে, বিশ্বকাপের জয়ের দোরগোরা থেকে হারতে হয়েছিল আফগানিস্তানকে। ফলে সেই বদলা নিয়ে সেমির টিকিক পাকা করে ইতিহাস গড়ার সুযোগ আফগানদের কাছে।
advertisement
7/7
ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে খেলবে গ্রুপ বি-এর রানার্সের সঙ্গে। আর ভারত যদি দ্বিতীয় হিসেবে ওঠে তাহলে খেলবে গ্রুপ বি-র চ্যাম্পিয়নের সঙ্গে। ছবি পুরোপুরি পরিষ্কার হতে আর কদিনের অপেক্ষা।