TRENDING:

ICC Champions Trophy 2025: আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব

Last Updated:
ICC Champions Trophy Points Table 2025 Updated After Afghanistan stun England to knock them out: ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় পাল্টে দিয়েছে পুরো পয়েন্ট টেবিলের হিসেব ও সেমিফাইনালের অঙ্ক।
advertisement
1/7
আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব
চ্যাম্পিয়য়ন্স ট্রফিতে বড় অঘটন ঘটিয়েছে আফগাবনিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে বাড়ি ফেরার টিকিট পাকা করে দিয়েছে জস বাটলারদের। একইসঙ্গে নিজেদের সেমিফাইনালে ওঠার আশাও জিইয়ে রেখেছে রাশিদ খানরা।
advertisement
2/7
ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যে কোনও প্রতিযোগিতাতেই জায়ান্ট কিলার তকমাটা প্রায় নিজেদের নামের সঙ্গে সেঁটে ফেলেছেন আফগানরা। একের পর এক ঐতিহাসিক জয় প্রমাণ করছে আফগান ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল।
advertisement
3/7
ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় পাল্টে দিয়েছে পুরো পয়েন্ট টেবিলের হিসেব ও সেমিফাইনালের অঙ্ক। ভারত ও নিউজিল্যান্ড গ্রুপ এ থেকে সেমির টিকিট পাকা করে ফেললেও তারা খেলবে কাদের বিরুদ্ধে সেই সমীকরণ স্পষ্ট হচ্ছে না।
advertisement
4/7
গ্রুপ বি-তে জমে উঠেছে পয়েন্ট টেবিলের অঙ্কে। ২ ম্যাচে একটি জয় ও একটি অমীমাংসীত ম্যাচের ১ পয়েন্ট মোট ৩ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকার লড়াই প্রোটিয়াদের। হারলেও সেমিতে যাবে বাভুমারা।
advertisement
5/7
অপরদিকে, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কার্যত সেমি ফাইনাল। ২ ম্যাচে অজিদের পয়েন্ট ৩, অপরদিকে, ২ ম্যাচে আফগানদের পয়েন্ট ২। যে জিতবে তারা যাবে প্রতিযোগিতার সেমিফাইনালে।
advertisement
6/7
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলেও দুজনেরই পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে রান রেটের নিরিখে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স। অপরদিকে, বিশ্বকাপের জয়ের দোরগোরা থেকে হারতে হয়েছিল আফগানিস্তানকে। ফলে সেই বদলা নিয়ে সেমির টিকিক পাকা করে ইতিহাস গড়ার সুযোগ আফগানদের কাছে।
advertisement
7/7
ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে খেলবে গ্রুপ বি-এর রানার্সের সঙ্গে। আর ভারত যদি দ্বিতীয় হিসেবে ওঠে তাহলে খেলবে গ্রুপ বি-র চ্যাম্পিয়নের সঙ্গে। ছবি পুরোপুরি পরিষ্কার হতে আর কদিনের অপেক্ষা।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC Champions Trophy 2025: আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল