India VS Pakistan: দমদার দুবাই! ভারত না পাকিস্তান, কার জন্য পয়া এই মাঠ, জানলে চমকে যাবেন!
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
ICC Champions Trophy 2025: তাছাড়া দুবাইতে এখনও পর্যন্ত কোনও একদিনের ম্যাচ হারেনি ভারত। থাকলেও দুবাইয়ের মাঠে কোনদিনও একদিনের ম্যাচ হারেনি ভারত।
advertisement
1/6

মরুদেশে মহারণ। ২২ গজে বিশ্বযুদ্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপ এ তে কার্যতো ডু অর ডাই ম্যাচ।
advertisement
2/6
তাই ভারতীয় দল পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক। ম্যাচের আগের দিন দুবাইয়ে অনুশীলনে ফোকাসড গম্ভীর বাহিনী। নির্দিষ্ট সময়ের অনুশীলনের তিন ঘণ্টা আগে বাড়তি ৯০ মিনিট অনুশীলন বিরাটের।
advertisement
3/6
প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে বিপাকে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে জিততে না পারলে বিদায় ঘণ্টা নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়ের পর আত্মবিশ্বাসী ভারত। পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। তবে জিততে না পারলে গ্রুপের অংক কঠিন হয়ে যাবে।
advertisement
4/6
বাংলাদেশ ম্যাচের দল খেলতে পারে। অন্যদিকে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে মোট পাঁচবার মুখোমুখি সাক্ষাতে তিনবার জিতেছে পাক শিবির। গত ৮ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তবে পরিসংখ্যান পক্ষে না থাকলেও রোহিতদের স্বস্তি দিতেই পারে ভারত-পাকিস্তান শেষ পাঁচ ওয়ানডের হিসেব।
advertisement
5/6
শেষ পাঁচটির চারটিতেই জিতেছিল টিম ইন্ডিয়া। একটি অমীমাংসিত। চার জয়ের মধ্যে আবার শেষ দুটি জয় এই দুবাইয়ের মাটিতে।
advertisement
6/6
তাছাড়া দুবাইতে এখনও পর্যন্ত কোনও একদিনের ম্যাচ হারেনি ভারত। থাকলেও দুবাইয়ের মাঠে কোনদিনও একদিনের ম্যাচ হারেনি ভারত।