TRENDING:

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ! মন ভাঙবে একাধিক তারকার

Last Updated:
ICC Champions Trophy 2025 Team India First Eleven: এমন তারকাখোচিত দলে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। প্রথম একাদশ বাছতে গিয়ে হিমসিম খেতে হবে গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের।
advertisement
1/6
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ! মন ভাঙবে একাধিক তারকার
বাকি সাতটি দল স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল আগেই। শনিবার অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।
advertisement
2/6
জসপ্রীত বুমরাহকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ফিট হলে তিনি খেলবেন আর তা না হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সময় রয়েছে। এছাড়া দলে ফিরেছেন অপর তারকা পেসার মহম্মদ শামিও। পেস অ্যাটাক থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ।
advertisement
3/6
অপরদিকে, ব্যাটিং বিভাগে খুব একটা বড় চমক নেই। রোহিত, কোহলি, গিল, রাহুল, পন্থরা সুযোদ পেয়েছেন। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে ইংল্যান্ডে বিরুদ্ধে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিনের দবে প্রথমবার সুযোগ পেয়েছেন শস্বী জয়সওয়াল।
advertisement
4/6
অলরাউন্ডার হিসেবে দলে রয়েছে একাধিক অপশন। পেস অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব। ৩ পেসার হলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।
advertisement
5/6
এমন তারকাখোচিত দলে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। প্রথম একাদশ বাছতে গিয়ে হিমসিম খেতে হবে গৌতম গম্ভীর, রোহিত শর্মাদের। রিজার্ভ বেঞ্চে থাকতে হবে একাধিক তারকাকে।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি। জসপ্রীত বুমরাহ (ফিটনেস সার্টিফিকেট পেলে তবে) / আর্শদীপ সিং।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই ভারতের প্রথম একাদশ! মন ভাঙবে একাধিক তারকার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল