ICC Champions Trophy 2025: আইসিসি ট্রফিতে চোকার্স নয় দক্ষিণ আফ্রিকা! সিনিয়র পুরুষ দল জিতেছে 'বিশ্বকাপ'! বলুন দেখি কবে-কোথায়?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 South Africa Cricket Team Won ICC Mega Event: পুরোপুরি চোকার্স বলাটা ঠিক হবে না প্রোটিয়াদের। কারণ তাদের সিনিয়র দলও জিতেছে আইসিসির একটি মেগা ইভেন্ট। ফলে আইসিসি ট্রফি জয়ের ভাঁড়ার একেবারে শূন্য নয় প্রোটিয়াদের।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছে চোকার্স তকমা। কারণ ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ যে কোনও আইসিসি ইভেন্টে বারবার তীরে গিয়ে ডুবেছে তাদের তরী।
advertisement
2/6
তবে পুরোপুরি চোকার্স বলাটা ঠিক হবে না প্রোটিয়াদের। কারণ তাদের সিনিয়র দলও জিতেছে আইসিসির একটি মেগা ইভেন্ট। ফলে আইসিসি ট্রফি জয়ের ভাঁড়ার একেবারে শূন্য নয় প্রোটিয়াদের।
advertisement
3/6
কী জেনে অবাক হলেন? ভাবছেন, দক্ষিণ আফ্রিকা কবে আবার আইসিসি ইভেন্ট জিতল? অবাক হলেও এটা সত্যি। প্রোটিয়াদের ক্যাবেনেটেও রয়েছে আইসিসির একটি মেগা ইভেন্টের ট্রফি।
advertisement
4/6
বর্তমানে যাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বলা হয়, তার প্রথম সংস্করণ জিতেছিল দক্ষিণ আফ্রিকাই। যদিও সেই বছর নাম ছিল অন্য। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি নামে এক টুর্নামেন্ট শুরু হয়।
advertisement
5/6
পরবর্তীতে এই প্রতিযোগিতায় নাম বদল করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয়। অনেকে একে 'মিনি বিশ্বকাপ'-ও বলে থাকে। সেই অর্থে দেখলে দক্ষিণ আফ্রিকার ঘরে রয়েছে একটি 'মিনি বিশ্বকাপ'।
advertisement
6/6
১৯৯৮ সালে ৯টি দল নিয়ে হয়েছিব এই প্রতিযোগিতা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছিল প্রোটিয়ারা। ফাইনাল হয়েছিল বাংলাদেশের ঢাকায়। হ্যান্সি ক্রোনিয়ে সেই সময় ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।