ICC Champions Trophy 2025 Semi Final Schedule: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে চার দল পাকা, কারা খেলবে কাদের বিরুদ্ধে? দেখে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Semi Final Schedule: আগামী ৪ ও ৫ মার্চ হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি সেমিফাইনাল ম্যাচ। এখন কোথায় রয়েছে সেমির অঙ্ক চলুন দেখে নেওয়া যাক।
advertisement
1/5

চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপ থেকে কোন চার দল সেমিফাইনালে যাবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। গ্রুপ এ থেকে সেমির টিকিট পাকা করে ফেলেছে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ বি থেকে শেষ চারে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
advertisement
2/5
আগামী ৪ ও ৫ মার্চ হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি সেমিফাইনাল ম্যাচ। তবে চারটি দল পাকা হয়ে গেলেও কে কার বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে তা এখনও নির্ধারিত হয়নি।
advertisement
3/5
কারণ রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের উপর নির্ভর করছে সবকিছু। এই ম্যাচ যে দল জিতবে তারউপর নির্ভর করছে গ্রুপ থেকে কে প্রথম ও দ্বিতীয় হিসেবে সেমিফাইনালে যাবে।
advertisement
4/5
গ্রুপ বি থেকে এক নম্বর হিসেবে সেমিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, দুই নম্বর হিসেবে সেমিতে গিয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নরা অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে।
advertisement
5/5
ভারত যদি রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর ভারত যদি কিউইদের বিরুদ্ধে হেরে যায় তাহলে সেমিতে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।