IND vs AUS: ৫ উইকেট নিয়েও সেমিফাইনাল থেকে বাদ বরুণ চক্রবর্তী! বড় ইঙ্গিত ভারতীয় তারকার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Semi Final India vs Australia: দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে ম্যাচ উইনিং পারফরম্যান্স করেন বরুণ চক্রবর্তী। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ নিউজিল্যান্ড ব্যাটারের উইকেট শিকার করেন ডান হাতি মিস্ট্রি স্পিনার।
advertisement
1/6

হর্ষিত রানাকে বিশ্রাম দিয়ে গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পান মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আর এক সুযোগেই কেল্লাফতে করে দেন কেকেআর তারকা।
advertisement
2/6
দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে ম্যাচ উইনিং পারফরম্যান্স করেন বরুণ চক্রবর্তী। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৫ নিউজিল্যান্ড ব্যাটারের উইকেট শিকার করেন ডান হাতি মিস্ট্রি স্পিনার।
advertisement
3/6
বরুণ চক্রবর্তী ভারতের প্রথম বোলার হিসেবে নিজের দ্বিতীয় একদিনের ম্যাচেই ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। এর আগে স্টুয়ার্ট বিনি তৃতীয় ওডিআই ম্যাচে ফাইফার নিয়েছিলেন।
advertisement
4/6
কিন্তু এমন ঐতিহাসিক পারফরম্যান্সের পর কি সেমিফাইনালে ফের তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে? হর্ষিত রানা দলে ফিরলে কি সেমিতে প্রথম একাদশ থেকে বাদ পড়বেন বরুণ চক্রবর্তী? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।
advertisement
5/6
এই বিষয়ে ভারতের প্রাক্তন মহাতারকা সুনীল গাভাসকর এক্ষেত্রে সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ করেন। তাঁর দাবি, অজিদের বিরুদ্ধে এই কম্বিনেশন বদলানোর কোনও প্রয়োজন নেই।
advertisement
6/6
নিজের বক্তব্যের পক্ষে সানি বলেছেন, দুবাইতেই হবে সেমিফাইনাল। সেমিতেও স্পিনাররা সাহায্য পাবে এই উইকেট থেকে। অজি ব্যাটারাও স্পিন খুব একটা ভাল খেলেন না। তাই বরুণকে দলে রেখে ৪ স্পিনার নিয়েই নামা উচিত ভারতীয় দলকে।