ভারতীয় ক্রিকেটে ফিরছে কোহলির আমলের নিয়ম! কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: একের পর এক সিরিজ হারের পর ভারতীয় দলের নানা বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। প্লেয়ারদর পারফরম্যান্সের পাশপাশি এবার প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসও। এবার কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে বিসিসিআই।
advertisement
1/5

একের পর এক সিরিজ হারের পর ভারতীয় দলের নানা বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। প্লেয়ারদর পারফরম্যান্সের পাশপাশি এবার প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসও। এবার কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে বিসিসিআই।
advertisement
2/5
প্লেয়ারদের ফিটনেসের উপর জোর দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলি অধিনায়ক থাককালীন যে নিয়ম ছিল সেই নিয়ম ফের চালু করতে পারে। ফলে একশো শতাংশ ফিট হতেই হবে ক্রিকেটারদের।
advertisement
3/5
বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন প্লেয়ারদের ফিটনেসের উপর জোর দিতেন। সেই সময়ের কোচ রবি শাস্ত্রীও সমর্থন করতেন বিষয়টি। ফলে কোহলির আমলে কঠিন ইয়ো ইয়ো টেস্ট পাশ না করলে ভারতীয় দলে সুযোগ পাওয়া যেত না।
advertisement
4/5
সাম্প্রতিক সময়ে বোর্ড অবশ্য সেই নিয়ম অনেকটা শিথিল করেছিল। চোট-আঘাত থেকে প্লেয়ারদের দুরে রাখতে, আর পারফরম্যান্সকেই মানদন্ড রেখে ফিটনসেন একটু কম থাকলেও প্লেয়ারা দলে সুযোগ পেত।
advertisement
5/5
কিন্তু সাম্প্রতিক সময়ে প্লেয়ারদের চোটের প্রবণতা বাড়ছে, কম ফিটনেস নিয়ে খেলায় দলের উপর তা প্রভাব ফেলছে, ফলে ফের ফিটনেস নিয়ে কঠোর হতে চলেছে বিসিসিআই। বিষয়টিতে সম্মতি রয়েছে গৌতম গম্ভীরেরও।