ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! ভারত খেলতে যাবে পাকিস্তানে? বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: আগামী বছর ফেব্রুয়ারিতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনও আইসিসি ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান। এবার সামনে আসল বড় আপডেট।
advertisement
1/7

আগামী বছর ফেব্রুয়ারিতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনও আইসিসি ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।
advertisement
2/7
তবে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। বিসিসিআই গোটা বিষয়টি সরকারের উপর ছেড়ে দিয়েছে।
advertisement
3/7
তবে পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে এশিয়া কাপের মতই হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসিও সেই পথেই এগোচ্ছে।
advertisement
4/7
আইসিসি-র অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, এখনও পর্যন্ত ঠিক হয়ে আছে যে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। সেইভাবেই পরিকল্পনা করে এগোচ্ছ আইসিসি।
advertisement
5/7
হাইব্রিড মডেলে হলে পাকিস্তান সহ অন্যান্য দল খেলবে পাকিস্তানের মাটিতে। শুধু ভারতের ম্যাচগুলি হবে অন্য কোনও দেশে। তবে এবার শ্রীলঙ্কা নয়, এগিয়ে দুবাই।
advertisement
6/7
শুধু গ্রুপ লিগের ম্যাচ নয়, দুটো সেমিফাইনালের একটা রাখা হচ্ছে পাকিস্তানে। আর একটা দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনালে খেলে, তাহলে রোহিতরা দুবাইয়েই সেমিফাইনাল খেলবেন।
advertisement
7/7
এমনকী ফাইনালের ক্ষেত্রে পরিকল্পনা সেরে রাখছে আইসিসি। ভারত ফাইনালে উঠলে দুবাই আর অন্য কোনও দুই দেশ ফাইনাসে উঠলে হবে পাকিস্তানে। তবে শেষ পর্যন্ত কি সরকারি সিদ্ধান্ত হয় সেটাই দেখার।