IND vs NZ: এক ম্যাচে দলে ৫ বদল! ভারত-নিউজিল্যান্ড ম্যাচে চমকের পর চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 IND vs NZ: সেমির আগে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে দুই দলেরই প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। কারণ এক ম্যাচে মোট ৫ বদল হতে পারে একাদশে।
advertisement
1/6

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দুবাইতে গ্রুপ এ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলেরই সেমির টিকিট পাকা হয়ে গিয়েছে। এই ম্যাচ যে দল জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে।
advertisement
2/6
সেমির আগে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে দুই দলেরই প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। কারণ এক ম্যাচে মোট ৫ বদল হতে পারে একাদশে। সেমির আগে পরীক্ষী-নিরীক্ষার পথে হাঁটতে পারে দুই শিবির।
advertisement
3/6
ভারতীয় দল মোট ৩টি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট থাকায় তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে পেসার মহম্মদ শামিকে ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
advertisement
4/6
অপরদিকে, নিউজিল্যান্ড শিবিরে কেন উইলিয়ামসনকে সেমির আগে বিশ্রামের পথে হাঁটতে পারে নিউজিল্যান্ড। তাঁর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন মার্ক চাপম্যান। আর মিচেল ব্রেসওয়েলের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ড্যারিল মিচেল।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মহম্মদ শামি / অর্শদীপ সিং।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জ্যাকব ডাফি, উইল ওরুর্ক, কাইল জেমিসন।