IND vs BAN: প্রথম একাদশে বড় চমক ভারতের! বাংলাদেশ নামাচ্ছে কোন ১১ জনকে? রইল মেগা আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 IND vs BAN: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের উন্মাদনা ও উত্তেজনা তুঙ্গে পৌছেছে। ভারত-পাকিস্তান ম্যাচের থেকে কিছু কম নয়। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে মরিয়া রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্তোর দল।
advertisement
1/6

পাকিস্তানকে ঘরের মাঠে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দুবাইতে মেগা ম্যাচ। ফের একবার ২২ গজে মুখোমুখি ভারত ও বাংলাদেশ।
advertisement
2/6
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের উন্মাদনা ও উত্তেজনা তুঙ্গে পৌছেছে। ভারত-পাকিস্তান ম্যাচের থেকে কিছু কম নয়। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে মরিয়া রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্তোর দল।
advertisement
3/6
ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩ ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে ভারতীয় দলে। আত্মবিশ্বাসে ভরপুর রোহিত ব্রিগেড। অপরদিকে, শেষ দুটি একদিনের সিরিজ হারের পর মেগা ইভেন্টে নামতে চলেছে বাংলা টাইগার্সরা।
advertisement
4/6
দুবাইয়ে আয়োজিত এই মেগা ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। ব্যাটি-অলরাউন্ডার-বোলিং বিভাগে কোন কম্বিনেশন খেলান গৌতম গম্ভীর ও রোহিত শর্মা সেদিকেই নজর সকলের।
advertisement
5/6
এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী / কুলদীপ যাদব, মহম্মদ শামি, অর্শদীপ সিং।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তোহিদ হৃদয়, মাহম্মুদল্লাহ, মুশফিকুর রহমি (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম শাকিব।