ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সুসংবাদ ভারতের জন্য! প্রতিপক্ষের উড়বে রাতের ঘুম!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: জসপ্রীত বুমরাহ, আকাশ দীপদের চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে মেগা প্রতিযোগিতার দল ঘোষণার আগে ভাল খবর পেল টিম ইন্ডিয়া।
advertisement
1/5

জসপ্রীত বুমরাহ, আকাশ দীপদের চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তবে মেগা প্রতিযোগিতার দল ঘোষণার আগে ভাল খবর পেল টিম ইন্ডিয়া।
advertisement
2/5
ভারতীয় দলে কামব্যাক করতে আর কোনও সমস্যা থকল না টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট বা ছাড়াপত্র পেয়ে গেল তারকা পেসার।
advertisement
3/5
২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে চোটের কারণে আর ভারতীয় দলের হয়ে খেলা হয়নি মহম্মদ শামির। বিদেশে অস্ত্রোপচার, লম্বা সময় চিকিৎসার মধ্যে থাকার পর ঘরোয়া ক্রিকেটে ফেরেন শামি।
advertisement
4/5
বেশ কিছু মাস ধরে শামির ভারতীয় দলে ফেরা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু একশো শতাংশ ম্যাচ ফিট না হওয়ায় জাতীয় দলে ফেরা পিছিয়ে যাচ্ছিল শামির। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে খেলার পর অবশেষে ছাড় পত্র পেলেন শামি।
advertisement
5/5
ফিটনেস নিয়ে আরও সমস্যা নেই শামির। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার। শামির ফিট সার্টিফিকেট পাওয়ায় স্বস্তি পেল অজিত আগরকররাও। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়ার বহু যুদ্ধ জয়ের নায়ক।