IND vs NZ Final: বিশ্বে কারও নেই এমন নজির! ফাইনালে ২ বিশ্বরেকর্ড গড়ার সুযোগ বিরাট কোহলির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Final IND vs NZ: পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবার রবিবার ফাইনালেও দুটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ বিরাট কোহলির সামনে।
advertisement
1/6

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেও বিরাট কোহলির ফর্ম নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই। ব্যাটে রানের খরা থাকায় সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
advertisement
2/6
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির চুপ করিয়ে দিয়েছেন সকল সমালোচকদের। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ও সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ উইনিং ৮৪ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি।
advertisement
3/6
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবার রবিবার ফাইনালেও দুটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ বিরাট কোহলির সামনে।
advertisement
4/6
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ৭৯১ রান করেছেন ক্যারিবিয়ান তারকা। বিরাট কোহলির মোট রান ৭৪৬। আর ৪৬ রান করতে পারলেই শীর্ষে উঠে আসবেন বিরাট।
advertisement
5/6
এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ব্যাটার ৮০০ রানের গন্ডি টপকাতে পারেননি। তাই ফাইনালে বিরাট কোহলি ৫৪ রান করতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়বেন।
advertisement
6/6
তবে বিরাট কোহলি ওই দুই রেকর্ড গড়ার হয়তো এটাই শেষ সুযোগ। কারণ পরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ২০২৯ সালে। ফলে তখন বিরাট কোহলির না খেলার সম্ভাবনাই বেশি।