IND vs NZ: 'ওদের হারাতে পারব', ফাইনালের আগে হুঁশিয়ারি নিউজিল্যান্ড অধিনায়কে! কী জবাব দিল ভারত?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Final IND vs NZ: রবিবারের মেগা ফাইনালের আগে এবার সুর চড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। যে দলের বিরুদ্ধে গ্রুপ পর্বে হারতে হয়েছিল তাদেরই ফাইনালের আগে কার্যত হুঁশিয়ারী দিলেন স্যান্টনার।
advertisement
1/5

ঠিক হয়ে গিয়েছে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দুই ফাইনালিস্ট। আগামী ৯ মার্চ মেগা ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
advertisement
2/5
রবিবারের মেগা ফাইনালের আগে এবার সুর চড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। যে দলের বিরুদ্ধে গ্রুপ পর্বে হারতে হয়েছিল তাদেরই ফাইনালের আগে কার্যত হুঁশিয়ারী দিলেন স্যান্টনার।
advertisement
3/5
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর মিচেল স্যান্টনার বলেন,"ফাইনালে উঠতে পেরে খুব শান্তি লাগছে। একটা ভাল দলের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেললাম। এ বার ভারতকে চাপে ফেলার অপেক্ষায় রয়েছি। আশা করি ওদের হারাতে পারব।"
advertisement
4/5
এছাড়া স্যান্টনার বলেন,"এর আগে দুবাইতে ভারতকে চাপে ফেলতে পেরেছিলাম আমরা। যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। আমরা বুঝতে পেরেছে কোন কৌশল ভারতের বিরুদ্ধে কাজে লাগবে।"
advertisement
5/5
এছাড়া ফাইনালে যে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিচে চলেছে সেই কথাও জানিয়েছেন স্যান্টনার। কিউই অধিনায়ক বলেছেন,"জিততে পারলে ভাল লাগবে। কারণ টসের উপর অনেক কিছু নির্ভর করবে।" যদিও স্যান্টনারের বক্তব্যের কোনও জবাব দেয়নি ভারত।