TRENDING:

হঠাৎই হার্ট অ্যাটাক ! ৭১ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি WWE তারকা হাল্ক হোগান

Last Updated:
কিংবদন্তি আমেরিকান রেসলার (WWE) হাল্ক হোগান (Hulk Hogan) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
advertisement
1/5
হঠাৎই হার্ট অ্যাটাক ! ৭১ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি WWE তারকা হাল্ক হোগান
কিংবদন্তি আমেরিকান রেসলার (WWE) হাল্ক হোগান (Hulk Hogan) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই হাল্ক হোগানের মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় হাল্ক নিজের বাড়িতেই উপস্থিত ছিলেন। চিকিৎসকরা বাড়িতে এলেও শেষরক্ষা হয়নি ৷ প্রয়াত হলেন WWE তারকা ৷ (Photo: X)
advertisement
2/5
পেশাদার কুস্তির পাশাপাশি হলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তখন তিনি নিজের নামের সঙ্গে ‘হলিউড’ কথাটা জুড়ে দেন। অর্থাৎ, তাঁকে ডাকা হত হলিউড হাল্ক হোগান। তার মাঝেই ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি। ফলে ডব্লিউডব্লিউই-এর প্রতিদ্বন্দ্বী হয়ে যান হোগান। তার পরেও ২০০৫ সালে তাঁকে ডব্লিউডব্লিউই ‘হল অফ ফেম’ দেওয়া হয়।
advertisement
3/5
গত মাস থেকেই অসুস্থ ছিলেন হোগান। বেশ কয়েক বার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। শোনা গিয়েছিল, অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন। কিন্তু তাঁর স্ত্রী সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। অবশেষে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল ৷
advertisement
4/5
ডব্লিউডব্লিউই-কে জনপ্রিয় করার নেপথ্যে বড় ভূমিকা ছিল হোগানের। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি। হোগানের অবতার বাকিদের থেকে আলাদা ছিল।
advertisement
5/5
৬ বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তাঁর বাচনভঙ্গির জন্যও জনপ্রিয় ছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
হঠাৎই হার্ট অ্যাটাক ! ৭১ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি WWE তারকা হাল্ক হোগান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল