৫২ বছর বয়স, দেখে মনে হয় ৭৫-এর বুড়ো! বিনোদ কাম্বলির রোগ সম্পর্কে শুনলে আঁতকে উঠবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vinod Kambli- একটা সময় বিভিন্ন ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনে নেওয়ার জন্য মুখিয়ে থাকত। কয়েক বছর আগেও কাম্বলির আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না। তবে এখন তাঁর কাছে চিকিৎসা করানোর মতো টাকাও নেই।
advertisement
1/7

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে একটা সময় তাঁর নামডাক ছিল। তবে তিনি নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি। অতিরিক্ত মদ্যপানের অভ্যেস, শরীরে একাধিক রোগ এবং বেহিসাবী জীবন-যাপন তাঁকে ক্রমশ ক্রিকেট থেকে দূরে নিয়ে যায়।
advertisement
2/7
জানা যায়, কাম্বলি দীর্ঘদিন ধরেই অসুস্থ। আর তাঁর এই অসুস্থতার একটা বড় কারণ মদ্যপানের অভ্যেস। মূলত রোগভোগের কারণেই কাম্বলিকে এখন দেখতে প্রায় ৭৫ বছরের বৃদ্ধের মতো হয়ে গিয়েছে। অথচ তাঁর বয়স পঞ্চাশের ঘরে।
advertisement
3/7
কিছু দিন আগে কাম্বলিকে দেখা গিয়েছিল কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকরও। সচিনের সঙ্গে কাম্বলির কথা বলার ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই। সকলের একটাই প্রশ্ন, এ কী অবস্থা কাম্বলির?
advertisement
4/7
নোয়েলা লুইসের সঙ্গে বিয়ের পর কাম্বলি প্রাক্তন মডেল অ্যান্ড্রিয়া হিউইটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হতেই বিয়ে ভাঙে তাঁর। এর পর কাম্বলি অ্যান্ড্রিয়া হিউইটকে বিয়ে করেন। ২০১০ সালে তাঁদের একটি পুত্র সন্তান হয়। তবে এই বিয়েও তাঁকে ভাল রাখতে পারেনি। ক্রমশ হতাশায় ডুবতে থাকেন কাম্বলি। আর তার পরই বাড়তে থাকে তাঁর মদ্যপানের অভ্যেস।
advertisement
5/7
একটা সময় বিভিন্ন ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনে নেওয়ার জন্য মুখিয়ে থাকত। কয়েক বছর আগেও কাম্বলির আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না। তবে এখন তাঁর কাছে চিকিৎসা করানোর মতো টাকাও নেই। জানা যাচ্ছে, কাম্বলির হৃদরোগের সমস্যা রয়েছে। এমনকী বহুদিন ধরেই ডিপ্রেশন-এর সঙ্গেও লড়ছেন।
advertisement
6/7
বিনোদ কাম্বলির গোটা জীবন তছনছ করে দিয়েছে মদ্যপানের অভ্যেস। প্রাক্তন ক্রিকেটার ভিকি লালবানিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাম্বলি বলেছিলেন, একটা সময় ইউরিন ইনফেকশন-এর জন্য তাঁকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়। সেই সময় মাথা ঘোরা, বমি, জ্বরের সমস্যা ছিল তাঁর।
advertisement
7/7
কাম্বলি আরও বলেন, ওই সময় দু-একবার তিনি অজ্ঞান হয়েছিলেন। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। কাম্বলি আরও জানান, সেই সময় অজয় জাদেজা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।