TRENDING:

Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত

Last Updated:
How To Watch Euro 2024 In India: ১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ ২০২৪। প্রথম ম্যাচেই মাঠে নামছে আয়োজক জার্মানি। প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে কোন চ্যানেলে, কখন দেখা যাবে ইউরোর ম্যাচ? অনলাইনে কোথায় দেখবেন? রইল সব তথ্য।
advertisement
1/6
কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ?অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে?জানুন বিস্তারিত
১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ ২০২৪। প্রথম ম্যাচেই মাঠে নামছে আয়োজক জার্মানি। প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে কোন চ্যানেলে, কখন দেখা যাবে ইউরোর ম্যাচ? অনলাইনে কোথায় দেখবেন? রইল সব তথ্য।
advertisement
2/6
এবার ইউরোতে মোট ৩টি সময়ে খেলা হবে। যা দেখতে ভারতীয়দের বিশেষ সমস্যা হবে না। কারণ ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরুর সময় রাত সাড়ে ১২টা, রাত সাড়ে ৯টা ও সন্ধ্যে সাড়ে ৬টা।
advertisement
3/6
এবার আসা যাক কোথায় দেখবেন ইউরো কাপ? ইউরো কাপের ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ভারতে প্রতিটা ম্যাচ সোনি স্পোর্টসে (সোনি সিক্স) দেখা যাবে। অনলাইনে দেখতে গেলে নজর রাখতে হবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে।
advertisement
4/6
এবারের উইরোর আয়োজক দেশ জার্মানি। লম্বা যোগ্যতা অর্জন পর্বের শেষে মোট ২৪ দল সুযোগ পেয়েছে প্রতিযোগিতার মূল পর্বে। ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।
advertisement
5/6
প্রতিযোগিতার নিয়ম অনুয়ারে গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌছবে। শেষ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।
advertisement
6/6
ইউরোর সূচি:গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র এক ঝলকে দেখে নিন ভারতীয় সময় অনুসারে ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি - জার্মানি বনাম স্কটল্য়ান্ড ১৫ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত) হাঙ্গেরি বনাম স্যুইৎজারল্যান্ড ১৫ জুন সন্ধে ৬.৩০ স্পেন বনাম ক্রোয়েশিয়া ১৫ জুন রাত ৯.৩০ ইতালি বনাম আলবানিয়া ১৬ জুন রাত ১২.৩০ (শনিবার রাত) পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ১৬ জুন সন্ধে ৬.৩০ স্লোভেনিয়া বনাম ডেনমার্ক ১৬ জুন রাত ৯.৩০ সার্বিয়া বনাম ইংল্যান্ড ১৭ জুন রাত ১২.৩০ (রবিবার রাত) রোমানিয়া বনাম ইউক্রেন ১৭ জুন সন্ধে ৬.৩০ বেলজিয়াম বনাম স্লোভাকিয়া ১৭ জুন রাত ৯.৩০ অস্ট্রিয়া বনাম ফ্রান্স ১৮ জুন রাত ১২.৩০ (সোমবার রাত) তুরস্ক বনাম জর্জিয়া ১৮ জুন রাত ৯.৩০ পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র ১৯ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত) ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া ১৯ জুন সন্ধে ৬.৩০ জার্মানি বনাম হাঙ্গেরি ১৯ জুন রাত ৯.৩০ স্কটল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড ২০ জুন রাত ১২.৩০ (বুধবার রাত) স্লোভেনিয়া বনাম সার্বিয়া ২০ জুন সন্ধে ৬.৩০ ডেনমার্ক বনাম ইংল্যান্ড ২০ জুন রাত ৯.৩০ স্পেন বনাম ইতালি ২১ জুন রাত ১২.৩০ (বৃহস্পতিবার রাত) স্লোভাকিয়া বনাম ইউক্রেন ২১ জুন সন্ধে ৬.৩০ পোল্যান্ড বনাম অস্ট্রিয়া ২১ জুন রাত ৯.৩০ নেদারল্য়ান্ড বনাম ফ্রান্স ২২ জুন রাত ১২.৩০ (শুক্রবার রাত) জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র ২২ জুন সন্ধে ৬.৩০ তুরস্ক বনাম পর্তুগাল ২২ জুন রাত ৯.৩০ বেলজিয়াম বনাম রোমানিয়া ২৩ জুন রাত ১২.৩০ (শনিবার রাত) স্যুইৎজারল্যান্ড বনাম জার্মানি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত) স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি ২৪ জুন রাত ১২.৩০ (রবিবার রাত) আলবেনিয়া বনাম স্পেন ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত) ক্রোয়েশিয়া বনাম ইতালি ২৫ জুন রাত ১২.৩০ (সোমবার রাত) ফ্রান্স বনাম পোল্যান্ড ২৫ জুন রাত ৯.৩০ নেদারল্য়ান্ডস বনাম অস্ট্রিয়া ২৫ জুন রাত ৯.৩০ ডেনমার্ক বনাম সার্বিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত) ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া ২৬ জুন রাত ১২.৩০ (মঙ্গলবার রাত) স্লোভাকিয়া বনাম রোমানিয়া ২৬ জুন রাত ৯.৩০ ইউক্রেন বনাম বেলজিয়াম ২৬ জুন রাত ৯.৩০ জর্জিয়া বনাম পর্তুগাল ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত) চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক ২৭ জুন রাত ১২.৩০ (বুধবার রাত)
বাংলা খবর/ছবি/খেলা/
Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল